শেষ আপডেট: 13th September 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল ইতিহাসে মোহনবাগানের অবদান অনস্বীকার্য। ইতিপূর্বে বহু বিদেশি ফুটবলার এই ক্লাবের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। কখনও বাগানের 'সবুজ তোতা' হোসে রামিরেজ ব্যারেটো, কখনও ওডাফা ওকোলি, কখনও বা আবার বাগানের 'প্রাণভ্রমরা' সোনি নর্ডে। তবে হালে যে বিদেশি ফুটবলার বাগান সমর্থকদের 'নয়নমণি' হয়ে উঠেছেন, তিনি আর কেউ নন, দিমিত্রি পেত্রাতোস।
২০২২ সালে মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুন ব্রিগেডের ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ডকে। প্রতিটা ম্যাচেই তিনি কার্যত মোহনবাগানের ত্রাতা হয়ে উঠেছেন। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে মান বাঁচিয়েছেন দলের। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগেও অস্ট্রেলিয়ার এই ফুটবলার বাগানের সাফল্যে যে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করবেন, তা বলা যেতেই পারে।
তবে শুধুমাত্র গোল করাই নয়, গোটা মাঠ জুড়ে ৯০ মিনিটই পেত্রাতোসের উপস্থিতি টের পাওয়া যায়। তিনি হামেশাই মাঝমাঠে নেমে এসে সতীর্থদের সাহায্য করেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, পেত্রাতোসের মধ্যে একটি ম্যাচে যে দুরদৃষ্টি থাকে, তা অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায় না। নিখুঁত দক্ষতায় পাস বাড়াতে পারেন। গোটা দলের কাছে গোল করার ক্ষেত্রে এটা অন্যতম অবদান রাখে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে এখনও পর্যন্ত তিনি ৪৬ ম্যাচে ২২টি গোল করেছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। ২০২৪-২৫ মরশুমের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে বাগান কোচ হোসে মলিনা যে পেত্রাতোসকে আপফ্রন্টে রেখেই দল সাজাবেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। কেমন পারফরম্যান্স করেন পেত্রাতোস, সেদিকে মেরিনার্সদের নজর অবশ্যই থাকবে।