শেষ আপডেট: 8th January 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের ফুটবল টিমের কোচের পদ থেকে সরতে চলেছেন দিদিয়ের দেশঁ। আগামী বছর, ২০২৬-এ তাঁর পদের মেয়াদ শেষ হবে। তারপর চুক্তি বাড়ানোর ইচ্ছে নেই দেশঁ-র। ফ্রান্সের সংবাদ সংস্থা এল’একুইপ সূত্রে খবরটি জানানো হয়েছে।
উল্লেখ্য, সামনের বছর-ই মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। এখনও পর্যন্ত তাতে নিজেদের জায়গা পাকা করেনি ফ্রান্স। রিয়াল মাদ্রিদের হয়ে অফ ফর্মের জেরে দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপের মতো তারকা। তবু দলের ছন্দ ফিরছে না। ঘরে-বাইরে চাপের মুখেই সম্ভবত দেশঁ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ফুটবল মহল।
প্রসঙ্গত, ২০১২ সালে লরা ব্রাঙ্কের থেকে জাতীয় দলের দায়িত্ব পান দিদিয়ের দেশঁ। ২০১৮ সালে একপেশে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের খেতাব অর্জন করে ফ্রান্স। যদিও তার দু-বছর পর ইউরো কাপের ফাইনালে উঠেও কাপ হাতছাড়া করে ফ্রান্স-ব্রিগেড। ২০২২-এ মেসির আর্জেন্টিনার কাছেও পর্যদুস্ত হয়ে বিশ্বজয় হাতছাড়া করেন এমবাপেরা।