শেষ আপডেট: 13th November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচের প্রথমার্ধে মাত্র ১ মিনিটের ব্যবধানে ইস্টবেঙ্গলকে জোড়া লাল-কার্ড দেখান ম্য়াচ রেফারি হরিশ কুণ্ডু। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে।
ইতিমধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার গত ম্য়াচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে তিনি VAR সিস্টেম চালু করার পক্ষে সওয়াল করেছেন।
এবার দেবব্রত সরকারের সুরেই সুর মেলালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, 'আমি এই মন্তব্যকে সমর্থন করছি। এটা বহু বছর আগেই করা উচিত ছিল। আইএসএল টুর্নামেন্টে যে মানের ফুটবলাররা খেলতে আসছেন, সেখানে VAR সিস্টেম চালু করা অত্যন্ত আবশ্যক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে রেফারি কতগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণ করছে।'
ইতিপূর্বে ইস্টবেঙ্গল দলের শীর্ষকর্তা রে স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেন, 'আমরা যখন আই-লিগ খেলতাম, তখন বড় দলগুলো সাত থেকে আট কোটি টাকার মধ্যে দল তৈরি করতাম। আইএসএল টুর্নামেন্ট খেলতে গেলে ৭০-৮০ কোটি টাকার দল গড়তে হয়। সেটা রাতারাতি করা সম্ভব হলে, VAR করা সম্ভব হবে না কেন?' লাল-হলুদ কর্তার এই দাবির সমর্থনের পাশে এবার মোহনবাগানও এসে দাঁড়াল।