শেষ আপডেট: 24th September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টু্র্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে তারা ৩-২ গোলে পরাস্ত করেছে। এই জয়ের পর বাগান সমর্থকরা যারপরনাই উচ্ছ্বসিত। অনেকে তো আবার একথাও বলতে শুরু করেছেন যে ডুরান্ড ফাইনালের বদলা অবশেষে মোহনবাগান নিতে পারল। তবে বাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু সেকথা একেবারে মনে করেন না। তিনি এই জয় নিয়েও একেবারে উচ্ছ্বসিত হতে নারাজ।
ম্যাচের শেষে দেবাশিস দত্ত বললেন, 'বদলার কোনও প্রশ্নই নেই। ডুরান্ড এবং আইএসএল দুটোই আলাদা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আমরা ড্র করেছিলাম। আর দ্বিতীয় ম্যাচটা জিততে পেরেছি। ফলে এরমধ্যে বদলা কিংবা প্রতিশোধের কোনও প্রশ্নই আসতে পারে না।'
সেইসঙ্গে জেসন কামিন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন দেবাশিস দত্ত। তিনি বলেন, 'বিগত কয়েক বছর ধরেই জেসন কামিন্স যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়ে যাচ্ছে। ওকে তো কয়েকজন সাংবাদিক এবং দলের কিছু সমর্থক অনবরত গালাগালি দিয়ে যায়। কিন্তু, প্রত্যেক ম্যাচে গোলটা ঠিক ও করে যায়। গত বছর যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও কামিন্সের একটি গুরুত্বপূর্ণ গোল ছিল। ওকে যতই গালাগালি দেওয়া হোক না কেন, আমার মতে বর্তমানে মোহনবাগান দলে যত স্ট্রাইকার রয়েছেন, তাঁদের মধ্যে কামিন্সই সেরা।' শেষবেলায় তিনি জানিয়ে দিলেন মোহনবাগান এই ম্যাচে জয়লাভ করলেও মেরিনার্সদের আরও ভালো খেলতে হবে।