শেষ আপডেট: 6th October 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম তিনটে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট একেবারে নজর কাড়তে পারেনি। দলের ডিফেন্স নিয়ে একাধিক প্রশ্নে জেরবার হতে হয়েছিল বাগান ম্যানেজমেন্টকে। কিন্তু, শনিবার (৫ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড যে পারফরম্য়ান্স করেছে, তা দেখার পর যাবতীয় দুশ্চিন্তা দুর হয়ে গিয়েছে। এই ম্য়াচে তারা ৩-০ গোলে জয়লাভ করেছে।
তবে এই ম্যাচ শুরুর আগে মহমেডান কর্তারা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বেশ কয়েকটি বেলাগাম মন্তব্য করেছিলেন। এমনকী, এও বলা হয়েছিল যে মোহনবাগান কখনও এটিকে, কখনও বা আবার সুপার জায়ান্ট নাম নিয়ে খেলে। এমনকী, এই ম্য়াচকে মিনি ডার্বি বলতেও আপত্তি ছিল সাদা-কালো কর্তাদের। তবে ম্যাচের শেষে যাবতীয় সমালোচনার জবাব সুদে-আসলে দিয়ে গেলেন বাগান সচিব দেবাশিস দত্ত।
তিনি বললেন, কোনও ম্য়াচে পারফরম্য়ান্স ভাল হতে পারে। কোনও ম্য়াচে আবার খারাপও হতে পারে। তবে আমি মনে করি, কোনও ক্লাবের আধিকারিকদের আরও বেশি সংযত হওয়া উচিত।
এরপর তিনি বললেন, 'আমি একথা বলতে বাধ্য হচ্ছি, আজ খবরের কাগজে একটি বিজ্ঞাপন আমার চোখে পড়েছে। কাক ময়ূরপুচ্ছ পরলে ময়ূর হয় না। ময়ূর ময়ূরই থাকবে। মোহনবাগান চিরকাল মোহনবাগানই থাকবে। নিজেদের আইডেন্টিটি কখনই কারোর নষ্ট করা উচিত নয়।'
প্রসঙ্গত, শনিবারের মিনি ডার্বিতে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল মোহনবাগান। আইএসএল টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন জেমি ম্যাকলারেন। তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। অসাধারণ একটি হেড দিয়ে প্রথম গোলটা তিনিই করলেন। দ্বিতীয় গোল করেন অধিনায়ক শুভাশিস বসু। আইএসএল টুর্নামেন্টে এই নিয়ে তিনি ষষ্ঠ গোল করলেন। এরপর বাগানের হয়ে তৃতীয় তথা শেষ গোলটি করলেন গ্রেগ স্টুয়ার্ট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মহমেডান। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান আর কোনও গোল করতে পারেনি।
সবশেষে বাগান সচিব বললেন, 'ওরা অনেক বড় ক্লাব। নিজেদের আইডেন্টিটি নিয়ে থাকুক। কেন অন্যকে কপি করবে। পালতোলা নৌকা আমরাই। অন্য কেউ আর হতে পারে না। এটা খুবই ছোট একটা ব্যাপার। তবে ওদের বোঝা উচিত। তাহলেই ওরা আগামীদিনে আরও উন্নতি করতে পারবে।'