শেষ আপডেট: 30th November 2024 11:30
দ্য ওয়াল ব্যুরো : শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে কেমন খেলবে ইস্টবেঙ্গল? তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার রাতে যাবতীয় বিতর্কের অবসান হয়েছে। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে জয়লাভ করেছে লাল-হলুদ ব্রিগেড।
টানা সাত ম্য়াচে অধরা ছিল জয়। চলতি ISL মরশুমে এই প্রথমবার তিন পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল। এই সাফল্যে দলের সমর্থকরা ইতিমধ্যে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন। তাঁরা বলছেন, এতদিনে সেই পুরনো ইস্টবেঙ্গলকে যেন আবারও দেখতে পাওয়া যাচ্ছে।
পাশাপাশি খুশি হয়েছেন লাল-হলুদ ব্রিগেডের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ম্যাচের শেষে তিনি বললেন, 'সবাই জানে যে ইস্টবেঙ্গল একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখনও সম্পূর্ণ প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারেনি। তবে দলটা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।'
জ্বলবে আবার মশাল আমার!????#JoyEastBengal #EBFCNEU pic.twitter.com/Hejmr1v49q
— East Bengal FC (@eastbengal_fc) November 29, 2024
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এটা একেবারেই কোচের স্ট্র্যাটেজি। এটা আমাদের কোচ এবং দলের সাফল্য। আমাদের দল গত মরশুমের তুলনায় অনেকটাই ভাল হয়েছে। কিন্তু, কোনও কারণে আমরা ভাল খেলতে পারছিলাম না। আস্তে আস্তে দলটা সাফল্যের সরণীতে আসবে। ইস্টবেঙ্গল এবার ইস্টবেঙ্গলের মতনই খেলবে।'