শেষ আপডেট: 11th January 2025 23:24
দ্য ওয়াল ব্যুরো : ফের বিতর্কিত রেফারিংয়ের শিকার হল ইস্টবেঙ্গল এফসি। তবে এই ঘটনা লাল-হলুদ ব্রিগেডের কাছে একেবারেই নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার তারা রেফারির রোষানলে পড়েছে। আর সেই তালিকায় নাম জড়াল কলকাতা ডার্বির। একটা নিশ্চিত পেনাল্টি থেকে তাদের বঞ্চিত করা হল। আর রেফারির এই সিদ্ধান্ত নিয়ে যারপরনাই হতাশ ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রেফারিং নিয়ে প্রতিবাদ করতে করতে তিনি টায়ার্ড হয়ে পড়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার ০-১ গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গল এফসিকে। তবে এই ম্যাচে ফলাফল আলাদা হতেই পারত। যদি ম্যাচ রেফারি আরও খানিকটা নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করতেন। ঘটনাটি প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে ঘটেছে। ৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। বলটা নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন পিভি বিষ্ণু। তিনি গোলমুখী একটা শট মেরেছিলেন।
কিন্তু, বলটা স্পষ্টতই আপুইয়ার হাতে লাগে। কিন্তু, সেটা ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রেফারির এই সিদ্ধান্ত লাল-হলুদ ফুটবলাররাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। এই ম্যাচের ফলাফল লাল-হলুদ ব্রিগেডের পক্ষে যায়নি। তার অন্যতম বড় কারণ অবশ্যই ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত।
ম্যাচের শেষে কার্যত হতাশ হয়েই মাঠ ছাড়ছিলেন দেবব্রত সরকার। সেইসময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। প্রশ্ন করা হয়, ওই পেনাল্টি না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। জবাবে তিনি বললেন, 'বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। এমন রেফারিংয়ের বিরুদ্ধেই আমাদের খেলতে হবে। কীই বা আর করা যাবে?' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পেনাল্টির না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত, প্রথমটা অফসাইড, সবকিছুই তো রয়েছে। এটাই এটাই ভারতীয় ফুটবল।'
তবে শেষ ১০-১৫ মিনিট লাল-হলুদ ফুটবলাররা যেভাবে দশজন মিলে লড়াই করেছে, তারও প্রশংসা শোনা গেল দেবব্রত সরকারের মুখে। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর মুখেও শোনা গেল একই কথা। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'মোহনবাগানের হ্যান্ডবলটা একেবারেই স্পষ্ট ছিল। কিন্তু, সেটা রেফারির চোখ এড়িয়ে যায়। এটা সত্যিই দুর্ভাগ্যজনক একটি ঘটনা।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার দল যেভাবে খেলেছে, তা নিয়ে আমি সত্যিই গর্বিত। কিন্তু, ম্যাচের ফলাফল নিয়ে আমি যারপরনাই হতাশ। হয় আমরা লাল কার্ড দেখে ১০ জনে খেলছি। নয়ত ন্যায্য পেনাল্টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কখনই কাম্য নয়।'