শেষ আপডেট: 28th September 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ফুটবল দলের সময়টা আপাতত ভাল যাচ্ছে না। চলতি ইন্ডিয়ান সুপার লিগে তারা ইতিমধ্যে হারের হ্যাটট্রিক করেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ কার্লসের কুয়াদ্রাতের উপর সমর্থকদের যাবতীয় রাগ এসে পড়েছে।
শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে লাল-হলুদ সমর্থকরা 'গো ব্যাক কুয়াদ্রাত' স্লোগান তুলতে শুরু করেছিলেন। এমনকী, কার্লেসের স্ট্র্যাটেজি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল।
ইতিমধ্যে ফেসবুকে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব নামে একটি গ্রুপে সোমরূপ মজুমদার নামে একজন লাল-হলুদ সমর্থক পরোক্ষে দাবি করেন যে কার্লেস কুয়াদ্রাতের সিংহাসনে নাকি মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেনকে বসানো হতে পারে। এমনকী, সঞ্জয় সেনকে তিনি স্বাগতও জানিয়েছেন। এই খবরের যে কোনও ভিত্তি নেই, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
তবে এই পোস্টে সুবীর দাস নামে একজন লাল-হলুদ সমর্থক কমেন্ট করেছেন, 'যদি সঠিক খবর না থাকে, তাহলে ভুলভাল খবর প্লিজ ছড়াবেন না।' মোদ্দা কথা, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ আইএসএল মরশুমে কলকাতার তিন ফুটবল প্রধানই খেলতে নেমেছে। ইতিমধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একটা করে ম্যাচে জয়লাভ করলেও, ইস্টবেঙ্গল এখনও খাতা খুলতে পারেনি। প্রথম ম্যাচে তারা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে পরাস্ত হয়। আর তৃতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে হারতে হয়েছে। আগামী ম্যাচ ৫ অক্টোবর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে। এই ম্যাচের আগে কার্লেস কুয়াদ্রাত হাতে অনেকটাই সময় পাবেন। তার আগে দলের রোগ সারিয়ে সুস্থভাবে ইস্টবেঙ্গল মাঠে নামতে পারে কি না, সেটাই আপাতত দেখার।