শেষ আপডেট: 19th March 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: সফরকালে পরিবার-পরিজনদের নিয়ে যাওয়ায় বোর্ডের নিষেধাজ্ঞা, নির্দেশিকায় কোনও কাটছাঁট হয়নি। হয়নি কোনও রদবদলও। সাফ জানালেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া।
কয়েক দিন আগে আইপিএল সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিরাট কোহলি। সেখানে তাঁকে একাধিক ইস্যুতে প্রশ্ন করা হয়। উঠে আসে বিসিসিআইয়ের জারি করা কয়েক দফা নির্দেশিকাও। যেখানে বলা হয়েছিল, এবার থেকে বিদেশ সফরে গেলে ক্রিকেটাররা তাঁদের পরিবারকে ইচ্ছেমতো নিয়ে যেতে পারবেন না। মানতে হবে বেশ কিছু নিয়ম। ৪৫ দিনের সফরে মাত্র ১৪ দিনের জন্য খেলোয়াড়দের সঙ্গ দিতে পারবেন তাঁদের নিকটজন।
এই আদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরাট বলেন, দুঃসময়ে যে কোনও ক্রিকেটার তাঁর পরিবারকে পাশে চান। কেউই নিজেদের অফ ফর্মের সময় একা একা ড্রেসিং রুমে গোমড়ামুখে বসে থাকতে ভালবাসেন না। বোর্ডের নির্দেশিকা যে খুব একটা পাকা মাথার কাজ নয়—ঠারেঠোরে সেকথা বুঝিয়ে দেন কোহলি। এরপরই গতকাল চাউর হয়, দলের তারকা ক্রিকেটারের অসন্তোষ কমাতে বোর্ড নাকি নির্দেশিকায় রদবদল আনতে চলেছে।
যদিও আজ সেই রিপোর্টকে রটনা বলে উড়িয়ে দিয়ে বিসিসিআই সেক্রেটারি আগের মতেই স্থির রইলেন। জানালেন, সরে আসার কোনও প্রশ্নই নেই। এই নীতি যে তাড়াহুড়ো করে বানানো হয়নি, সেকথাও সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি।
দেবজিৎ বলেন, ‘নীতি একই রয়েছে। কোনও বদল হয়নি, হবেও না। এটা আমাদের দেশ ও প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এ বিষয়ে বেশ কিছু মতান্তর ও প্রস্তাবনা বিসিসিআইয়ের নজরে এসেছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভিন্ন মত পোষণের অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু আলোচ্য নির্দেশিকা সমস্ত ক্রিকেটার, কোচ, ম্যানেজার, সহায়ক—সকলের জন্য প্রযোজ্য।‘
এখানেই না থেমে দেবজিৎ জুড়ে দেন, ‘এই নীতি একদিনে গড়ে ওঠেনি। আমাদের প্রেসিডেন্ট রজার বিনি যবে খেলতেন, তখনও এই নিয়ম চালু ছিল। হয়তো তার আগে লাগু থাকার প্রমাণও চাইলে পাওয়া যাবে। নয়া আইন এই আগের নিয়মেরই পরিবর্তিত রূপ। খেলোয়াড়দের উপস্থিতি, লাগেজ, ট্যুর, সূচি, দলের ভূমিকা নিয়ে কিছু বদল আনা হয়েছে মাত্র।‘