শেষ আপডেট: 5th August 2024 21:59
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অবস্থা ভাল নয়। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছেন শেখ হাসিনা। কিন্তু তাঁর সরকারের মন্ত্রীদের অবস্থা সুখের নয়। তাঁরাও আক্রান্ত হতে পারেন। বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামি লিগের নেতা-মন্ত্রীদের বাড়িও জ্বালিয়ে দিয়েছেন।
সেই তালিকায় রয়েছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার নরাইলের বাড়িও। সেখানেও মানুষ বিজয়োল্লাসে মত্ত। হাসিনা আগে থেকে আন্দোলনের খবর আঁচ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাঁর মন্ত্রীরা দেশেই রয়েছেন। তাঁদের নিরাপত্তা জোরদার করা হলেও মানুষের আন্দোলনের কাছে কিছুই নয়। বিক্ষুব্ধরা সবাই তাঁদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিয়েছেন।
নরাইল দুই বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী মাশরাফি মোর্তাজা। বাংলাদেশের মিডিয়ার খবর, তাঁর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি অবশ্য নিজেকে বাঁচাতে অজ্ঞাতবাসে রয়েছেন।
বাংলাদেশ দলের নামী প্রাক্তন তারকা মাশরাফি। তিনি দলকে সুযোগ্য নেতৃত্ব দিয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি সাংসদ হওয়ার পরেও তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু হাসিনার ওপর রাগ গিয়ে পড়েছে তারওপর। সেই মাশরাফি যিনি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের কাণ্ডারী ছিলেন। তিনি ২০০৭ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।
হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতেই বাংলাদেশের সাধারণ মানুষ আনন্দ, উৎসব করতে থাকেন। তাঁরা রাজপথে আমার সোনার বাংলা...গানটি গাইতে থাকেন সমস্বরে।