শেষ আপডেট: 14th January 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো : এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্সেনাল ফুটবল দল। গত রবিবার (১২ জানুয়ারি) তারা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ১০ জনের ম্যান ইউকে পেয়েও আর্সেনাল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আর এই ম্যাচের শেষে সবথেকে বেশি সমালোচনার মুখে পড়েছেন আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্ৎজ।
এই ম্যাচে হাভার্ৎজ একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। তা নিয়ে সমর্থকদের একাংশ রেগে আগুন হয়েই ছিলেন। এমনকী, টাইব্রেকারে তিনি পেনাল্টি শটও মিস করেন। আর হাভার্ৎজের মিস হওয়া ওই শটেই এমিরেটসের ক্লাবটি পরাস্ত হয়েছে। এই পরাজয়ের পর সমর্থকদের রোষানল কার্যত বাঁধ ভেঙে উপচে পড়ে। টাইব্রেকারে আর্সেনাল ৫-৪ গোলে হারের পর এফএ কাপ থেকে বিদায় নিয়েছে।
খুব স্বাভাবিকভাবেই এই হার মেনে নিতে পারছেন না আর্সেনাল সমর্থকরা। এমনকী, ম্য়াচের শেষে হাভার্ৎজের পারফরম্যান্স নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করে। এখানেই শেষ নয়, অনেকে তো আবার হাভার্ৎজকে রীতিমতো হুমকিও দিয়েছেন।
তেমনই দুটো পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে হাভার্ৎজের স্ত্রী সোফিয়া শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কাই হাভার্ৎজের বাড়িতে হামলা চালানো হবে। এমনকী, তাঁর অনাগত সন্তানকেও হত্যা করা হবে। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে। একটি পোস্টে লেখা রয়েছে, 'অপেক্ষা করো, তোমার বাড়িতে আমি আসছি। তোমার সন্তানকে হত্যা করব। আমি একেবারে ঠাট্টা করছি না।' ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে।