শেষ আপডেট: 19th January 2025 21:51
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল ম্যাচ মানেই যেন বিতর্কের ঘনঘটা। আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে সেই রেফারি ক্রিস্টাল জন। সৌজন্য়ে আবারও সেই লাল-কার্ড। যদিও এই ম্যাচে তাঁর কার্ড দেখানোর পিছনে তাঁর যথেষ্ট কারণ রয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
ম্যাচের ৯০ মিনিটে এই লজ্জাজনক ঘটনাটির সাক্ষী হন ভারতীয় ফুটবল সমর্থকরা। হিজাজির গর্দান ধরে কার্যত কুস্তির প্যাঁচে ফেলে দেন আর্মান্দো সাদিকু। সেইসময় তাঁর পায়ে অবশ্য বল ছিল না। এরপর রেফারির সঙ্গেও তিনি তর্কে জড়িয়ে পড়েন। অবশেষে ক্রিস্টাল জন কার্ড দেখাতে কোনও ভুল করলেন না।
এই সিদ্ধান্তের পর গোয়া সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্রিস্টাল জনের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেন। যদিও এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা নির্দ্বিধায় বলা যেতেই পারে। যদিও এরপর সায়ন বন্দ্যোপাধ্যায় এবং নন্দ কুমার শেখরকেও হলুদ কার্ড দেখান তিনি। চারটে হলুদ কার্ডের জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না নন্দ।
বাকি ৭ মিনিট গোয়াকে ১০ জন মিলেই খেলতে হয়। যদিও এই সুবিধা শেষপর্যন্ত তুলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে তারা ০-১ গোলে হেরে যায়। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাইসন। ১৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত একটা শট বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই বলে হেড দিয়ে দলের জয় নিশ্চিত করেছেন ব্রাইসন।
এই ম্যাচের পর ইস্টবেঙ্গল এফসি ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে থাকল। আশা ছিল, গোয়াকে হারিয়ে তারা প্রথম দশের মধ্যে ঢুকতে পারবে। কিন্তু, সমর্থকদের সেই আশা পূরণ হল না। পাশাপাশি প্লে-অফের রাস্তাও তাদের সামনে অনেকটাই সংকীর্ণ হয়ে গেল।