আর্জেন্টিনা বনাম ব্রাজিল
শেষ আপডেট: 26th March 2025 10:43
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের লড়াই গোলশূন্যভাবে শেষ হওয়ায় বিশ্বকাপের ছাড়পত্র আগেই জোগাড় করে ফেলেছিল লিওনেল স্কালোনির টিম। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে আজ ছিল মর্যাদার লড়াই। যেখানে ব্রাজিলকে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখল বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের গোড়া থেকে ছন্দে ছিলেন এনজো ফার্নান্দেজরা। মাত্র ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। অ্যাসিস্ট বাড়ান থিয়াগো আলমাদা। গোলরক্ষক বেন্টোকে বোকা বানিয়ে বল জালে জড়াতে ভুল করেননি অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার।
ছ’মিনিট বাদে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। উইং থেকে বাড়ানো লো ক্রস থেকে গোল করেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দু’গোলে এগিয়ে ম্যাচে তখন নীল-সাদা বাহিনীর দাপট। যখন মনে হচ্ছে খেলা প্রথমার্ধেই শেষ হওয়ার পথে, আরও এক নয়, একাধিক গোল স্রেফ সময়ের অপেক্ষা, তখনই আচমকা লড়াইয়ে ফেরে ব্রাজিল। সেটাও আর্জেন্টিনার রক্ষণের ভুলের কারণে। ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো বল ক্লিয়ার না করে বাড়িয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার কুনহার পায়ে। পড়ে পাওয়া চোদ্দো আনার সদ্ব্যবহার করেন তিনি।
কিন্তু ৩৭ মিনিটে রোমেরোর ভুল পুষিয়ে দেন ম্যাক আলিস্টার। লিভারপুলের ফুটবলার এ মরশুমে দূরন্ত ছন্দে রয়েছেন। নিজে গোল করছেন, অন্যকে করতে সাহায্য করছেন। তিন নম্বর গোল করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন তিনিই। ফাইনাল পাস বাড়ান আলমাদা।
দ্বিতীয়ার্ধে কয়েকটি বদল করেন স্কালোনি। মাঠে নামেন গুলিয়ানো সিমিওনে। ৭১ মিনিটে ম্যাচের অন্তিম গোলটি তাঁরই করা। দেশের জার্সি গায়ে এটাই গুলিয়ানোর প্রথম গোল। ২২ বছরের এই তরুণ অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়েগো সিমিওনের ছেলে।
এই জয়ের পাশাপাশি আগামি বছরের বিশ্বকাপের জন্য ছাড়পত্র সুনিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। সেটাও ৪ ম্যাচ বাকি থাকতে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। কোয়ালিফায়িং গ্রুপের প্রথম ৬টি দল অটোমেটিক কোয়ালিফাই করবে। ব্রাজিল এই তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে।