শেষ আপডেট: 14th September 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগোচ্ছে, আনোয়ার আলি ইস্যু ততই যেন জটিল হয়ে উঠছে। ইতিমধ্যে দিল্লি হাইকোর্ট আনোয়ারের শাস্তির উপর স্থগিতাদেশ জারি করেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আদৌ খেলবেন আনোয়ার আলি? এই প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।
কুয়াদ্রাত নিজেও আনোয়ারের অনুপস্থিতি নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন। লাল-হলুদ ব্রিগেডে এই ভারতীয় ফুটবলার কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু, আপাতত যা পরিস্থিতি তাতে শনিবারের ম্যাচটা আনোয়ার খেলতে পারবেন না বলেই জানিয়ে তিনি।
ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ কোচ বললেন, 'ও আমাদের ক্লাবে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে, তা আমরা সকলেই জানি। আপাতত পরিস্থিতি আমাদের হাতে চলে এসেছে। তবে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে শনিবারের ম্যাচে ও খেলতে পারবে না। দলের বাকি ফুটবলারদের নিয়েই আমি যাবতীয় পরিকল্পনা করছি।" আনোয়ার যথেষ্ট ভাল অনুশীলন করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গের কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করেছিল। সেইসঙ্গে ১২.৯ কোটি টাকা জরিমানাও ধার্য্য করা হয়। এই জরিমানার অর্থ আনোয়ার আলি, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি-কে যৌথভাবে মোহনবাগান সুপার জায়ান্টের হাতে তুলে দিতে বলা হয়েছিল। কিন্তু, এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করে ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি। সেখানে আনোয়ারের নির্বাসনের উপর স্থগিতাদেশ জারি করা হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ারের শাস্তির ব্যাপারে ফেডারেশন কোনও সিদ্ধান্ত গ্রহণ করবে না। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।