শেষ আপডেট: 10th September 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর মাত্র দিন তিনেক বাকি। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই টিম ইন্ডিয়ার তারকা ফুটবলার আনোয়ার আলি চার মাসের জন্য নির্বাসিত হয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গ করেছিলেন আনোয়ার। চুক্তি অনুসারে, আরও চার বছর সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে তাঁর খেলার কথা ছিল। কিন্তু, তিনি পার্মানেন্ট ট্রান্সফারের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে দিল্লি এফসি-তে তিনি কামব্যাক করেন এবং পরবর্তীকালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন।
গত মাসে এআইএফএফ প্লেয়ার্স স্টেটাস কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মোহনবাগানের সঙ্গে অকারণেই আনোয়ার চুক্তিভঙ্গ করেছেন। আইএসএল শিল্ড উইনার আনোয়ারের এই পদক্ষেপকে অনৈতিক বলে উল্লেখ করে।
পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি'কেও শাস্তির কোপে পড়তে হয়েছে। দুটো উইন্ডো ট্রান্সফার ব্যান করা হয়েছে। পাশাপাশি আনোয়ার, ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসিকে সম্মিলিতভাবে ১২.৯ কোটি টাকা মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৫১ নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, ২৪ বছর বয়সি এই সেন্টার ব্যাক এআইএফএফ আপিল কমিটির কাছে আবেদন করতে পারবেন। সেখানেই প্লেয়ার্স স্টেটাস কমিটির সিদ্ধান্ত পুনরায় বিচার করা হবে।
আর্টিকেল ৫১-র চার নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, আপিল কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। সবাইকে তা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে।
আপাতত যা পরিস্থিতি, তাতে আনোয়ার আলি তাঁর চার মাসের নির্বাসন পূরণ করেই ফের মাঠে নামতে পারবেন। তবে শুধুমাত্র নির্বাসনের মেয়াদ পূরণ করলেই হবে না, ১২.৯ কোটি টাকা জরিমানাও দিতে হবে। যতদিন না এই সমস্যার সমাধান হবে, আনোয়ার ততদিন ভারতীয় দলের হয়েও খেলতে পারবেন না।