শেষ আপডেট: 21st September 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা একেবারে ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয়েছিল মশালবাহিনী। তবে সেই পরাজয় ভুলে নতুন করে শুরু করতে চান ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা খেলতে নামছে।
ইতিমধ্যে এই ম্যাচ খেলার জন্য কোচি উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দল। প্রথম ম্যাচে দলের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। তবে আশা করা হচ্ছে, কেরালার বিরুদ্ধে সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হতে পারে। প্লেয়ার স্টেটাস কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত আনোয়ার বিতর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, ততদিন তিনি লাল-হলুদ জার্সিতেই খেলতে পারবেন। ফলে রবিবার কেরালার বিরুদ্ধে আদৌ আনোয়ারকে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আনোয়ার বিতর্ক নিয়ে আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নেই। ভারতের এই তরুণ ডিফেন্ডার ইতিপূর্বে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন। কিন্তু, সেই চুক্তি ভেঙে আচমকা তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আনোয়ার যেভাবে চুক্তি ভেঙেছেন তা একেবারেই অনৈতিক। সেকারণে তাঁকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়। পাশাপাশি আনোয়া, ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি-কে যৌথভাবে মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
ইতিমধ্যে আসরে নামে দিল্লি হাইকোর্ট। ইস্টবেঙ্গল ক্লাবের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দেয়, আনোয়ারের শাস্তির ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ফেডারেশন নয়, হাইকোর্টই গ্রহণ করবে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে লাল-হলুদ জার্সিতে আনোয়ার যদি মাঠে নামেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।