শেষ আপডেট: 11th August 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: আনোয়ার আলি আর মোহনবাগানের নন। তিনি সবুজ মেরুনের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছেন। সোশ্যাল সাইটে তিনি মোহনবাগান সুপার জায়ান্টসকে আনফলো করে দিয়েছেন।
মোহনবাগান এই নামী সেন্ট্রাল ডিফেন্ডারকে আর আটকাতে পারবে না। আনোয়ার এখন যে কোনও ক্লাবে সই করতে পারবেন। তিনি রবিবার রাতেই কলকাতায় এসে সোমবার থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন বলে খবর। তবে তিনি এখনই লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন না। কারণ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক রয়েছে ২২ অগস্ট। তার আগে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কর্তাদের ডাকা হয়েছে তাঁদের বক্তব্যের জন্য।
আনোয়ার ইতিমধ্যেই ফেডারশনকে জানিয়ে দিয়েছেন, তিনি আর মোহনবাগানে খেলতে রাজি নন। তাঁর পছন্দের ক্লাব ইস্টবেঙ্গলই। তবে আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানকে। সেই জরিমানার পরিমাণ কত, সেটি ওই দিল্লির বৈঠকে স্থির হবে।
শুধু তাই নয়, কেন তিনি মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ করতে মরিয়া ছিলেন না, সেই প্রশ্নও করবে ফেডারেশন। পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র কাছে নথিও চাইবে ফেডারেশনের কর্তারা। আনোয়ারের ইচ্ছেকে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটি বোঝা গিয়েছে। তবে তাঁকে আটকাতে পারবে না মোহনবাগান। তাদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবেই।