শেষ আপডেট: 13th September 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: আনোয়ার আলি ইস্যুতে ক্রমশ ধোঁয়াশা বেড়েই চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শাস্তির সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট।
জানা গিয়েছে, আনোয়ার আলির কী শাস্তি হবে, সেটা ফেডারেশন নির্ধারণ করবে না। গোটা বিষয়টা আদালত দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই পরিস্থিতিতে ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে আনোয়ার আলি আদৌ লাল-হলুদ জার্সিতে খেলতে পারবেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিল্লি এফসি দলের কর্তা রঞ্জিত বাজাজ একটি টুইট করেছেন। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেন যে আনোয়ার ইস্যুতে ফেডারেশন নয়, আদালতই প্রকৃত ন্যায় বিচার করবে। এই টুইটের পরই নতুন করে জল্পনা শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই রঞ্জিত বাজাজ সেই টুইট মুছেও দেন। আগামী শনিবার এই ব্যাপারে আদালতে শুনানি হবে।
গত মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার আলিকে বড়সড় শাস্তি দিয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি ভেঙে ফেলার কারণে তাঁকে চার মাস নির্বাসিত করা হয়। পাশাপাশি মোহনবাগানকে ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণও দিতে বলা হয়েছে। যদিও এই জরিমানার অঙ্ক আনোয়ার আলি, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে যৌথভাবে মেটাতে বলা হয়েছিল।
ফেডারেশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। অবশেষে সেই আবেদন মেনেই ফেডারেশনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেডারেশনের শাস্তির সিদ্ধান্ত কার্যকর থাকবে না। পাশাপাশি মোহনবাগান আনোয়ারকে যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।