শেষ আপডেট: 28th October 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট যে আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে সাফল্যের এক নয়া উচ্চতা স্পর্শ করেছে। এই বিষয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। কিন্তু, এই সাফল্যের পরও হাবাসকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা বাগান সমর্থকদের একাংশ মেনে নিতে পারেনি। সম্প্রতি এই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন দলের প্রাক্তন স্প্যানিশ কোচ।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছেন, 'আইএসএল টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিন সকালেই আমি আশা করেছিলাম যে আরও একটা মরশুম আমার সঙ্গে চুক্তি বাড়ানো হবে। কিন্তু, একমাস কেটে গেলেও সেই চুক্তি আর বাড়ানো হয়নি।' অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন ফুটবলার জনি কাউকো বললেন, 'আপনি একথা বলতেই পারেন যে আমি কিছুটা হলেও হতাশ হয়েছিল। তবে এটাই ফুটবল। আপনাকে হ্যান্ডশেক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।'
হাবাসকে সরানোর পর মোহনবাগান সুপার জায়ান্ট হোসে মলিনাকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছেন। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে মোলিনার কোচিংয়ে সবুজ-মেরুন ব্রিগেড অবশ্য যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। এবারের ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস তালিকায় তারা আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়েছে রয়েছে। পাঁচ ম্য়াচে সংগ্রহ করেছে ১০ পয়েন্টস। তিনটে ম্য়াচ জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে। আগামী বুধবার অর্থাৎ ৩০ অক্টোবর তারা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে বাগানের জয়ের দিকেই তাকিয়ে রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।