শেষ আপডেট: 13th February 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ সৌদি আরবে আয়োজন করা হয়েছে। কিন্তু, বিশ্বকাপ টুর্নামেন্ট চলাকালীন মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবারই সৌদি আরবের রাজপুত্র খালিদ বিন আল সাউদ এই বিশেষ ঘোষণাটি করেছেন। ফিফা বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার সমর্থকরা স্টেডিয়ামে বসে মদ্যপান করতে পারবেন না।
২০২২ কাতার বিশ্বকাপ থেকে এই সিদ্ধান্তটা একেবারেই আলাদা। কাতার বিশ্বকাপে তাও কয়েকটি পাঁচতারা রেস্তোরাঁয় আকাশছোঁয়া দামে মদ পাওয়া গিয়েছিল। কিন্তু, ২০৩৪ বিশ্বকাপে সেটুকুও পাওয়া যাবে না। রাজপুত্র খালিদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরবে এক ফোঁটাও মদ বিক্রি করা হবে না।
গত ৭০ বছরের বেশি সময় সৌদি আরবে মদ নিষিদ্ধ হয়ে রয়েছে। ২০৩৪ বিশ্বকাপেও এই নিয়ম বহাল থাকবে। রাজদূত প্রিন্স খালিদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মে যে বিধি-নিষেধ রয়েছে, ফুটবল বিশ্বকাপের জন্য তা কখনই ভাঙা সম্ভব নয়। এলবিসি রেডিওকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে প্রিন্স খালিদ বললেন, 'আমরা কখনই মদ্যপানের অনুমতি দিতে পারি না। বিশ্বকাপ চলাকালীনও এই নিয়ম লাগু থাকবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, খেলা চলাকালীন স্টেডিয়ামে ঠাণ্ডা পাণীয় দেওয়া হবে। কিন্তু যদি কেউ মদ পাচার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে দোষী ব্যক্তিকে প্রকাশ্য চাবুক মারা হবে। বিশ্বকাপ চলাকালীন এই নিয়ম আরও কঠোরভাবে বলবৎ করা হবে। কেউ আইন অমান্য করলে তাঁর কারাবাস, জরিমানা, প্রকাশ্য চাবুক এবং নির্বাসিত করা হতে পারে।
সৌদি আরবের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা ইতিমধ্যে প্রতিবাদ শুরু করে দিয়েছে। কড়া আইন এবং সাংস্কৃতিক বেড়াজালের কারণে অনেকে তো আবার বিশ্বকাপ দেখতে যাবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। বিশেষ করে ইংল্যান্ডের ফুটবল সমর্থকরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।