শেষ আপডেট: 9th December 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের কোয়ালিফায়ার রাউন্ডের ড্র হয়ে গেল সোমবার। গ্রুপ সি-তে রয়েছে ভারত। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে আরও তিন দল।
২০২৭ সালে সৌদি আরবে হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতার মূল পর্বে খেলার অভিজ্ঞতা এর আগে ভারতের রয়েছে। দু-বার মূল পর্বে খেলেছে ভারত। এবারও সেই একই যোগ্যতা অর্জন করতে চায় মানোলো মার্কুয়েজের দল।
এবার যে ড্র হয়েছে তাতে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। খুব সহজেই বলা যায় এটি কোনও কঠিন গ্রুপ নয়। এতএব কোনও অঘটন না ঘটলে ভারত যে পরের রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি এক ধাপ এগিয়ে থাকবে তা বলাই যায়।
২০২৪ সাল শেষ হতে আর কয়েকদিন। তবে ভারতীয় ফুটবলের জন্য এই বছর শেষ হয়ে গেছে। চলতি বছর খুবই হতাশাজনক পারফর্ম করেছে মার্কুয়েজের ছেলেরা। কারণ একটিও ম্যাচ জেতেনি ভারত। শুধু হার এবং ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তাই আগামী দিনে ঘুরে দাঁড়াতে মরিয়া মনবীর, জিকশন, আনোয়াররা।
২০২৫ সালে মার্চের মাঝামাঝি সময় থেকেই প্রস্তুতি পর্ব শুরু করতে চান মানোলো। আইএসএল-এর লীগ পর্বের সব ম্যাচ শেষ হলেই জাতীয় শিবির শুরু হতে পারে। যেহেতু এই প্রতিযোগিতার এখনও বেশ খানিকটা সময় বাকি, তাই দলের কোচ আশাবাদী ছেলেরা এএফসিতে ভাল ফল করবে।