শেষ আপডেট: 8th December 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থ-ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে খেলছে সবুজ-মেরুন ব্রিগেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই রইল।
তবে লিস্টন কোলাসো কিন্তু এই ম্যাচের রং বদলে দিতে পারতেন। ১০ মিনিটের মাথায় তাঁর কাছে এসেছিল এক সুবর্ণ সুযোগ। নর্থ-ইস্টের রক্ষণ টপকে তিনি বিপক্ষ তেকাঠির সামনে এগিয়ে এসেছিলেন। বক্সের একেবারে ধার থেকে তিনি নজরকাড়া শটও মারেন। কিন্তু, দূর্ভাগ্য যে বলটা গোলপোস্টে লেগে ফিরে এল। প্রতিহত হয়ে আসা বলে আবারও শট নিতে যান ম্যাকলারেন। কিন্তু, তিনি অফসাইডের কবলে পড়ে যান।
প্রথমার্ধের একেবারে শেষবেলায় সুযোগ এসেছিল দিমি পেত্রাতোসের সামনে। বক্সের ঠিক বাইরে থেকেই জোরাল শট মারেন তিনি। কিন্তু, নর্থ-ইস্টের গোলকিপার গুরমিত অসাধারণ একটি সেভ করলেন। তিনি বলটা কার্যত ঠেলে বের করে দেন।
ঘরের মাঠে আপাতত বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি। শেষ ৬ ম্যাচের মধ্যে তারা চারটেই জিতে নিয়েছে। ওপেন প্লে-তে হাইল্যান্ডার্সরা রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে। এই মরশুমে ওপেন প্লে থেকেই তারা ১৮ গোল করেছে। মোহনবাগানও নেহাতই খারাপ ছন্দে নেই। আইএসএল টুর্নামেন্টে নর্থ-ইস্টের বিরুদ্ধে শেষ তিনটে ম্যাচে তারা কমপক্ষে তিনটে করে গোল করেছে। হাইল্যান্ডারদের রাতের ঘুম যে লিস্টন কোলাসো কাড়তে পারেন, সেই দৃশ্য আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি।
এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয়ার্ধের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। পরের ৪৫ মিনিটে মোহনবাগান কোচ হোসে মলিনার চাণক্য নীতিতে মেরিনার্সদের জয় আসে কি না, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। তবে নর্থ-ইস্টও ঘরের মাঠে ছেড়ে দেবে না। এই পরিস্থিতিতে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।