শেষ আপডেট: 28th February 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড আবারও সেরা ছন্দে। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি শেষ আটে গেল একমাত্র হালান্ডের দুরন্ত পারফরম্যান্সের কারণে। একাই পাঁচ গোল করেছেন হালান্ড। তাঁর গোলের বন্যায় লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়েছে ম্যান সিটি।
কেনিলওর্থ রোডে লুটন টাউনকে দাঁড়াতেই দেয়নি ম্যান সিটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে সিটিজেনরা। বিশেষ করে নরওয়ের তারকা। তিন মিনিটেই গোল যাত্রা শুরু হয়ে গিয়েছিল হালান্ডের। এই নিয়ে মোট আটবার হ্যাটট্রিক করলেন তিনি। বিরতির পরে হালান্ড আরও দুটি গোল করেছেন।
কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের পরে হালান্ডই প্রথম ফুটবলার, যিনি এফএ কাপে পাঁচ গোল করলেন। ১৯৭০ সালে নর্দাম্পটনের বিপক্ষে ম্যান ইউর হয়ে একাই ছয় গোল করেছিলেন বেস্ট।
২৩ বছর বয়সি হালান্ডের প্রথম চার গোলেই অবদান ছিল বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি’ব্রুইনের। তাঁর সোনার পাসেই গোল দেন হালান্ড।
ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করার পর ১৮ মিনিটে দ্বিতীয় এবং ৪০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। লুটনের হয়ে জর্ডান ক্লার্ক ৪৫ মিনিটে একটি গোল করেন। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান ২-৩ করে ফেলেন জর্ডান ক্লার্কই।
এরপর ৫৫ মিনিটে হালান্ড আরও এক গোল করে ব্যবধান বাড়ান। ৫৮ মিনিটে করলেন নিজের পাঁচ নম্বর গোল। মাতেও কোভাসিস ৭২ মিনিটে গিয়ে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-২।