শেষ আপডেট: 30th September 2023 23:29
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের মঞ্চকে আলোয় ভরিয়ে দিচ্ছেন অভিজ্ঞ ক্রীড়াবিদরা। তারুণ্যের দীপ্তি যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে অভিজ্ঞতার কার্যকারিতাও।
১৯তম এশিয়ান গেমসে ভারতের মোট পদকসংখ্যা ৩৮, তার মধ্যে দশটি সোনা, ১৪টি রুপো ও একই সংখ্যক ব্রোঞ্জও। মিক্সড ডাবলসের টেনিসে সোনা পেলেন রোহন বোপান্না ও ঋতুজা ভোঁসলে। বোপান্না ৪৩ বছর বয়সে গেমস থেকে পদক পেলেন। আরও চার ভারতীয় রয়েছেন, তাঁরাও সমানভাবে পদক জিতে ফিরতে পারেন।
কিরণ নাদারের কথা প্রথমে বলা যাক। তিনি ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ধনী শিব নাদারের স্ত্রী কিরণ। ৩২ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক।
৭২ বছরের কিরণ গেমসেও সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদের অ্যাখ্যা পেয়েছেন। তিনি ব্রিজ টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন। তিনি পাশাপাশি সমাজসেবী, লেখিকা ও শিল্প উপদেষ্টাও।
কিরণ ছাড়াও ভারত থেকে ব্রিজ ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীরা হলেন, বি সত্যনারায়ণ, হিমানি ও রাজীব খান্ডেলওয়াল, মারিয়ান ও সন্দীপ কর্মকার।
বাংলার নামী গলফার শিবপ্রসাদ চৌরাসিয়াও গেমস গিয়েছে ৪৫ বছর বয়সে। তিনি টালিগঞ্জের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের বাগান কর্মীর ছেলে। সেই ক্লাবে থেকেই গলফ শিখে দেশকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি এনে দিয়েছেন।
টেনিসের মতো কঠিন পেশাদার খেলায় ৪৩ বছর বয়সেও রোহন বোপান্না চমক দেখালেন। হাঁটুর বয়সী মেয়ে ঋতুজাকে নিয়ে মিক্সড ডাবলস টেনিসে সোনা এনে দিলেন দেশকে।
চলতি বছরটা বোপান্নার কাছে সেরা সময়। উইম্বলডনের ডাবলসের সেমিতে খেলেন। ইউএস ওপেনের ফাইনালে অল্পের জন্য খেতাব আসেনি। অস্ট্রেলিয়া ওপেনেও সানিয়া মির্জাকে নিয়ে খেলেন ফাইনালে। গেমসেই অবশ্য সেরার পদক এল।
টেবল টেনিসে ভারতের ভরসার নাম ৪১ বছরের অচিন্ত্য শরথ কমল। তিনি চলতি গেমসে সফল না হলেও তাঁর ফিটনেস ও লড়াই দেখার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিপক্ষকে ছাড়েননি। কমনওয়েলথ গেমসে দারুণ ফর্ম দেখিয়ে তিনি শেষ সময়েও আলোচনার শিরোনামে আসেন।
ডিসকাসে ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন ৪১ বছরের সীমা পুনিয়া। তিনি এর আগে গেমসে দুটি পদক জিতেছেন, আবার কমনওয়েলথ গেমসেও জোড়া পদক পেয়েছেন আগে। চিনের মাটিতে পদক পেলে সীমার আত্মবিশ্বাস বাড়বে অলিম্পিক্সের আগে। রবিবার তিনি নামবেন ডিসকাস ইভেন্টে।