সালাহহীন মিশরের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতল সুয়ারেজের উরুগুয়ে
দ্য ওয়াল ব্যুরো: কিয়েভের ক্ষত সারিয়ে মাঠে নামতে পারলেন না মিশরের রূপকথা। সংশয় ছিলই খেলতে পারা নিয়ে। একাটেরিনবার্গের গ্যালারিতে কয়েক হাজার মিশর সমর্থক ছবি, বার্থ ডে ক্যাপ নিয়ে হাজির ছিলেন মো সালাহ’র জন্য। কিন্তু মাঠে নামলেন না লিভারপুল তারকা
শেষ আপডেট: 15 June 2018 08:58
দ্য ওয়াল ব্যুরো: কিয়েভের ক্ষত সারিয়ে মাঠে নামতে পারলেন না মিশরের রূপকথা। সংশয় ছিলই খেলতে পারা নিয়ে। একাটেরিনবার্গের গ্যালারিতে কয়েক হাজার মিশর সমর্থক ছবি, বার্থ ডে ক্যাপ নিয়ে হাজির ছিলেন মো সালাহ’র জন্য। কিন্তু মাঠে নামলেন না লিভারপুল তারকা। জিতল না তাঁর দলও। হ্যাপি হলো না বার্থ ডে।
[caption id="attachment_12087" align="alignleft" width="300"]

হতাশ মো সালাহ[/caption]
শেষ মুহূর্তে ভেঙে পড়ল মিশর ডিফেন্সের পিরামিড। সালাহহীন হয়ে খেলতে নেমে সুয়ারেজ-কাভানির উরুগুয়েকে নাস্তানাবুদ করে ছেড়েছিল মিশরের ডিফেন্ডাররা। কিন্তু শেষ রক্ষা হলো না। ৮৯ মিনিটে গোল হজম করে সালাহ’র জন্মদিনে তাঁকে কোনও পয়েন্টই উপহার দিতে পারল না তাঁর সতীর্থরা।
এ দিন শুরু থেকেই নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যান ইজিপ্টের ডিফেন্ডাররা। ম্যাচের শুরুতেই কাভানির শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন মিশরের গোলরক্ষক মহম্মদ এলশেনওয়ে। ২২ মিনিটের মাথায় আবার ১৮ গজ বক্সের মাথা থেকে নেওয়া কাভানির জোরালো শট হেড করে প্রতিহত করেন ইজিপ্টের ডিফেন্ডার। এরপর ২৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে খেলা শুরু করে দুই দল। তারকাখচিত উরুগুয়ে ফরওয়ার্ডলাইন বারবার ধাক্কা খায় মিশরের রক্ষণে। ৪৬ মিনিটে সুয়ারেজের শট আবার আটকে দেন ইজিপ্টের তে’কাঠির প্রহরী। এরপর ৫৯ মিনিটে জোড়া পরিবর্তন করেন উরুগুয়ের কোচ অস্কার তাভারেজ। মাঠে আসেন রডরিগেজ এবং স্যাঞ্চেজ। আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় দু’বারের বিশ্বকাপজয়ী দল। ৭৩ মিনিটের মাথায় ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ৮২ মিনিটের প্রায় মাথায় ৩০গজ দূর থেকে কাভানির বুলেট আবার সেভ করেন উরুগুয়ের গোলকিপার। ৮৭ মিনিটে আবার কাবভানির ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। অবশেষে ৮৯ মিনিটে শাপ মুক্তি। গিমিনেজের দুরন্ত হেড জড়িয়ে যায় জালে। হাইপ্রোফাইল অ্যাটাকিং স্কোয়াড নয়, ডিফেন্ডারের গোলে প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলো উরুগুয়ে।
[caption id="attachment_12088" align="alignnone" width="300"]

উরুগুয়ের উচ্ছ্বাস[/caption]