শেষ আপডেট: 14th June 2018 12:43
এই বিশ্বকাপে ফিফার রোজগার ৪১ হাজার ২১১ কোটি ৬০ লক্ষ টাকা
দ্য ওয়াল ব্যুরো: সব দিক থেকেই রুশ বিশ্বকাপ রেকর্ড গড়তে চলেছে। শুধুমাত্র যে খরচের নিরিখেই এক নম্বরে তাই নয়, ফিফার আয়ের নিরিখেও শীর্ষস্থান দখল করল পুতিনের দেশের এই বিশ্বকাপ।
সম্প্রতি ফিফার আর্থিক বিষয় সংক্রান্ত নথি থেকে জানা গিয়েছে যে এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হতে চলেছে প্রায় ৪১ হাজার ২১১ কোটি ৬০ লক্ষ টাকা। বিশ্বকাপ শুরুর আগে ফিফার তরফে যে লাভের আশা করা হয়েছিল তার তুলনায় ১০ শতাংশ বেশি লাভ হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকী গত বারের ব্রাজিল বিশ্বকাপের তুলনায় প্রায় ৮ হাজার ৭৮২ কোটি ৮০ লক্ষ টাকা বেশি লাভ হতে চলেছে এই বিশ্বকাপে।
ক্রমাগত গত কয়েক বছর ধরে লোকসানে চলা ফিফা রুশ দেশের এই বিশ্বকাপের সুবাদে লাভের মুখ দেখতে চলেছে। তবে এ ব্যাপারে চীনের প্রতি ফিফার কৃতজ্ঞ থাকা উচিত। বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বকাপের আয়ের ক্ষেত্রে সবথেকে বেশি হাত চীনের। রাশিয়া বিশ্বকাপের ২০ টি বড় স্পনসরের মধ্যে সাতটি চীনা কোম্পানি। সেখানে গত বিশ্বকাপে মাত্র একটি কোম্পানি স্পনসর ছিল ফিফার। চীনের রাষ্ট্রপতি শি জিংপিং যেদিন থেকে খেলার ক্ষেত্রে নজর দিতে বলেছেন, সেদিন থেকেই চীনের বড় বড় কোম্পানি টাকা ঢেলেছে ফুটবলের উপর। তারই গুড় খেতে চলেছে ফিফা।