ফিফার (FIFA) ট্রান্সফার উইন্ডো খুলতেই স্বস্তির খবর সবুজ-মেরুন শিবিরে। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা মোহনবাগানের (Mohun Bagan) উপর জারি করা ট্রান্সফার ব্যান প্রত্যাহার করে নিয়েছে।
সবুজ-মেরুন শিবির
শেষ আপডেট: 17 June 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: ফিফার (FIFA) ট্রান্সফার উইন্ডো খুলতেই স্বস্তির খবর সবুজ-মেরুন শিবিরে। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা মোহনবাগানের (Mohun Bagan) উপর জারি করা ট্রান্সফার ব্যান প্রত্যাহার করে নিয়েছে। ফলে নতুন মরশুমের জন্য জাতীয় স্তরের ফুটবলারদের সই করাতে আর কোনও বাধা রইল না আইএসএল কাপ জয়ী ক্লাবের সামনে।
২০২৩ সালে এ-লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংসকে দলে টেনেছিল মোহনবাগান। সেই সময় ট্রান্সফার ফি’র পুরো টাকা মিটিয়েও, ‘ট্রেনিং কমপেনসেশন’ বাবদ কিছু অর্থ পুরনো ক্লাবকে দিতে গড়িমসি হয়েছিল। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, সেই অর্থ পরিশোধের চেষ্টা চললেও প্রযুক্তিগত সমস্যায় নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। এর জেরেই গত ৫ মে ফিফা নিষেধাজ্ঞা জারি করে।
তবে এই সমস্যাকে বড় করে দেখেনি ফিফা। বরং ক্লাবের তরফে দ্রুত পদক্ষেপ ও সংশোধনের চেষ্টাতেই কম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেল। সূত্রের খবর, ব্যান উঠিয়ে নেওয়ার জন্য মোহনবাগান কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রেখেছিল ফিফার সঙ্গে।
ফলে ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলতেই দলে রদবদলের কাজ শুরু করার সুযোগ পাচ্ছে মোহনবাগান। ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে, একাধিক ফুটবলারকে সই করিয়েছে তারা। এবার সবুজ-মেরুনও পুরো দমে নামবে দল গঠনের কাজে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।