Latest News

ইস্টবেঙ্গল মুক্ত ফিফার ট্রান্সফার ব্যান থেকে, বিদেশি নিতে আর সমস্যা নেই লাল হলুদের

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) ওপর থেকে ফিফা (FIFA) ব্যান তুলে নিল। এতদিন পর্যন্ত তারা নতুন করে বিদেশি সই করাতে পারেনি। ২৬ জানুয়ারি রাত দুটোর পর থেকে সেই সমস্যা মিটেছে। এ খবর জানিয়েছেন ইস্টবেঙ্গলের সিইও নম্রতা পারেখ।

তিনি এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের ট্রান্সফার ব্যান নিয়ে যে সমস্যা ছিল, সেটি তুলে নিয়েছে ফিফা। আমাদের এবার নতুন কোনও বিদেশিকে নিতে সমস্যায় পড়তে হবে না।’ দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো খুলতেও ইস্টবেঙ্গল কোনও বিদেশিকে সই করাতে পারেনি। লাল হলুদের নতুন বিদেশি জার্ভিস বহুদিন ধরে শহরে থাকলেও তাঁকে সই করাতে পারেনি। বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সেই চিন্তা কাটল লাল হলুদের।

ইরানের ফুটবলার ওমিদ সিংয়ের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছেন লাল হলুদ কর্তারা। তাঁকে মধ্যপ্রাচ্যে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ওমিদ ক্লাব থেকে বকেয়া পাননি, এই অভিযোগ জানিয়ে ফিফার কাছে নালিশ জানিয়েছিলেন। তারপরেই বিশ্ব ফুটবল সংস্থা সার্কুলার ঘোষণা করে, কোনওভাবেই ইস্টবেঙ্গল নতুন বিদেশি সই করাতে পারবে না।

ফিফা ব্যান তুলে নেওয়ায় জ্যাক জার্ভিসকে সই করিয়ে নিতে পারবে তারা। এদিকে তারমধ্যেই ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের মন্তব্যে জলঘোলা শুরু হয়েছে শিবিরের অন্দরে। স্টিফেন গোয়াতে গিয়ে প্রচারমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁর পরামর্শ ছাড়াই কর্তারা দলগঠন সেরেছেন। তিনি কোনও ফুটবলারকেই নেওয়ার কথা বলেননি। ক্লাব আবার জানিয়েছে, স্টিফেনের পরামর্শেই যাবতীয় ফুটবলার নেওয়া হয়েছে। তিনি সুমিত পাসিদের নাম সুপারিশ করেছিলেন।

এফসি গোয়ার বিপক্ষে এদিনই সন্ধ্যায় ম্যাচ রয়েছে লাল হলুদের। ১২ পয়েন্ট অর্জন করেছে ১৪ ম্যাচে। তালিকায় রয়েছে নবম স্থানে। আজ হারলেই কোচ বিদায়ের মঞ্চ প্রস্তুত হবে।

চিন, ইউক্রেন ফেরৎ ডাক্তারি পড়ুয়াদের সমস্যা এখনও মেটেনি, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

You might also like