Latest News

ইস্টবেঙ্গল কি জিতবে না সুপর্ণা? গোয়ার বিরুদ্ধে ফের হার লাল-হলুদের

দ্য ওয়াল ব্যুরো: কবি লিখেছিলেন, ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’ শীত পেরিয়ে গেল। বসন্ত পঞ্চমীর রাতেও ইস্টবেঙ্গলের ধারা বদলাল না। ইস্টবেঙ্গল (FC Goa vs East Bengal FC) সমর্থকরা হয়তো কবির ভাষায় বলতে পারেন, ইস্টবেঙ্গল কি জিতবে না সুপর্ণা?

এদিন ইস্টবেঙ্গলকে একাই দুর্মুশ করে দেন গোয়ার বিদেশি ইকার গুয়ারেতক্সেনা। প্রথমার্ধে ইকারের হ্যাটট্রিকেই তিন-শূন্য গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। ১১, ২১ ও ২৩ মিনিটে লাল-হলুদের জালে বল জড়ান তিনি। কার্যত ওখানেই খেলা শেষ হয়ে গিয়েছিল।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বি ফার্নান্ডেজ দুরন্ত ফ্রিকিক থেকে চার-শূন্য করেন। যদিও ইস্টবেঙ্গলের মুখ রক্ষা করেন সুহের এবং সার্থক গলুই। তাঁদের গোলেই খেলা শেষ হয় ৪-২ ব্যবধানে।

এদিনও ইস্টবেঙ্গলের খেলায় দেখা গিয়েছে জঘন্য ডিফেন্স আর ছন্নছাড়া মাঝমাঠ। এই ম্যাচ হারের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ১২। ১১টি ম্যাচ এই নিয়ে হারল স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা। গোয়া উঠে গেল লিগ টেবিলের তিন নম্বরে।

You might also like