শেষ আপডেট: 5th March 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা একেবারে ভাল করতে পারল না ইস্টবেঙ্গল এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে তারা এফকে আর্কাদাগের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতিমধ্যে তুর্কমেনিস্তানের এই ক্লাবটি ১-০ গোলে এগিয়ে গিয়েছে। গোল করলেন গুরবানোভ।
এই ম্যাচের ১০ মিনিটেই আর্কাদাগ ১-০ গোলের লিড নিয়ে ফেলল। বক্সের ঠিক বাইরেই বলটা পেয়েছিলেন গুরবানোভ। ইস্টবেঙ্গেল ডিফেন্ডারদের তিনি কার্যত রক্ষণ হিসেবে ব্যবহার করলেন। গোলপোস্টের বাঁ দকের কোণ ধরে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। প্রভসুখন সিং ডাইভ দিলেও, কোনও লাভ হয়নি।
ইস্টবেঙ্গল এফসি-র অবস্থা আপাতত খুব একটা ভাল নয়। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ থেকে তারা ইতিমধ্যে ছিটকে গিয়েছে। অস্কার ব্রুজোঁর দল আপাতত এই কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে চোখ রেখেছে।
ইতিপূর্বে, এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভূটান গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেখানে লাল-হলুদ ব্রিগেড দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। তিনটে ম্যাচের মধ্যে দুটোয় তারা জিতেছিল। আর একটা ম্যাচ ড্র করেছিল। গ্রুপ এ'র শীর্ষস্থান তারা দখল করেছিল।
আপাতত ইস্টবেঙ্গল চার ম্যাচে অপরাজিত রয়েছে। আইএসএল থেকে ইতিমধ্যে বিদায় নেওয়ার কারণে, বাড়তি কোনও চাপ আপাতত নেই। এই পরিস্থিতিতে অস্কার ব্রুজোঁর ছেলেরা এই টুর্নামেন্টে মনোনিবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এএফসি প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বরাবরই বেশ ভাল। তারা খুব ভাল করেই জানে, প্রথম লেগের ম্যাচটা জিততে পারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে।