শেষ আপডেট: 13th August 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার ভিনেশ ফোগতের রায় ঘোষণা। ভারতীয় সময়ে রাত সাড়ে নয়টা নাগাদ সিদ্ধান্ত জানা যেতে পারে। শুনানির পরে বাড়তি তিনদিন সময় চেয়েছিল আন্তর্জাতিক আদালত। তার মানে তারাও যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করবেন সেটি বলাই যায়।
শুধু তাই নয়, ভিনেসের পক্ষে যে দুই নামী আইনজীবী লড়েছেন তাঁরাও কিন্তু আশাবাদী রায় ভারতীয় কুস্তিগিরের পক্ষেই যাবে। ভিনেশ একই দিনে তিন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল গিয়েছিলেন। তারমধ্যে তিনি হারান জাপানের ইউকি সুসাকিকে। যিনি বিশ্বের শীর্ষ কুস্তিগিরের অন্যতম। সুসাকি হেরে গিয়ে কিভাবে রিপলচেজে খেললেন, সেটিও বড় প্রশ্ন। বিশ্ব কুস্তি সংস্থার এই নিয়ম ভিনেশের পক্ষে যেতে পারে।
নিয়মের ভুল বিশ্ব কুস্তি সংস্থার কর্তাদের। হেরে যাওয়া কুস্তিগির কখনও রিপলচেজে খেলতে পারেন না। এটা সেই আইপিএলের প্লে অব নিয়মের মতো বিষয়। এই নিয়েই ভারতীয় তারকার আইনজীবীরা কথা বলেছেন। এই নিয়ম যদি হতে পারে তা হলে একই ইভেন্টে দুজন রুপো পাবেন না কেন সেটাই ব্যাখ্যা দিয়েছেন হরিশ সালভের মতো নামী আইনজীবীরা।
ভিনেশ এখনও প্যারিসেই রয়েছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। তবে কারও সঙ্গে কথা বলছেন না তিনি। প্যারিসের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে যেতে না পারার হতাশায় তিনি অবসরও নিয়ে ফেলেছেন। রায় তাঁর পক্ষে গেলে তিনি সিদ্ধান্ত বদলান কিনা সেটিও দেখার।