শনিবার যুবভারতীতে এভাবেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা গলা ফাটাবেন।
শেষ আপডেট: 11th July 2024 03:05
দ্য ওয়াল ব্যুরো: শনিবার কলকাতা লিগ ফুটবলের ডার্বির শতবর্ষে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে আইএফএ। ১৯২৫ সালের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। তিনিই কলকাতার বড় ম্যাচের প্রথম গোলদাতা হিসেবে গণ্য হন। তিনি প্রয়াত হলেও বেহালায় তাঁর পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে আইএফএর তরফ থেকে। ওই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল।
বুধবার সংস্থার অফিসে বসে সচিব অনির্বাণ দত্ত জানান, ‘‘এমন একটা ঐতিহাসিক মুহূর্তকে আমরা বর্ণময় করে রাখতে চাইছি। এটা আমাদের কাছেও গৌরবের বিষয় হয়ে থাকবে। লিগের ডার্বির শতবর্ষকে আমরা এইভাবে স্মরণীয় করে রাখতে চাইছি।’’
বেহালায় নেপাল চক্রবর্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে তাঁর একমাত্র পুত্র থাকেন স্কটল্যান্ডে। নেপাল বাবুর দুই মেয়ের মধ্যে এক মেয়ে প্রয়াত হয়েছেন। আইএফএ থেকে ওই জীবিত মেয়ে ও তাঁর সন্তানদের মাঠে আনার পরিকল্পনা চলছে।
নেপাল চক্রবর্তী ওই ডার্বিতে লেফট উইঙ্গার হিসেবে মাঠে নেমেছিলেন। তাঁর দুই পায়ে ছিল গোলার মতো শট। ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে আজীবন সদস্যপদ দিয়েছিল।
আরও তাৎপর্যের বিষয় হল, কলকাতা ফুটবলের প্রথম ডার্বিতে দুই দলে কোনও ভিনরাজ্যের ফুটবলার ছিল না। বিদেশি ফুটবলার তো দূরের কথা। এবারও দুই প্রধানে সব বঙ্গসন্তানদের নিয়ে দল গড়া হয়েছে। দুই প্রধান দলের কোচ অবশ্য ভিনরাজ্যের।
এখনও শনিবার ডার্বি ম্যাচের অফলাইন টিকিট বাজারে ছাড়া হয়নি। সব অনলাইন টিকিট ছাড়া হয়েছে। ইনসাইড পেটিএম থেকে টিকিট বুক করা যাবে। মোট ৬০ হাজার দর্শক মাঠে থাকতে পারে আশা করছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানান, মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। সেদিন ম্যাচ খেলাবেন বাংলার কোনও ফিফা রেফারি। তিনি বলেছেন, কলকাতা ডার্বি ঘিরে এমনিতেই উন্মাদনা থাকে তাই বাড়তি আয়োজনের প্রয়োজন নেই। শনিবার ম্যাচ যুবভারতীতে বিকাল তিনটা থেকে শুরু হবে।