Latest News

জাল মার্কশিট: ডিএসপি থেকে এক ধাক্কায় কনস্টেবল হরমনপ্রীত কউর

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। সেখান থেকে এক ধাক্কায় কনস্টেবল পদে নামিয়ে দেওয়া হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা হরমনপ্রীত কউরকে। স্নাতক হওয়ার যে মার্কশিট দাখিল করেছিলেন মহিলা টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন তা জাল বলে প্রমাণিত হয়েছে। আর সেই কারণেই পদবনতি হচ্ছে হরমনপ্রীতের।

মীরাটের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সার্টিফিকেট জমা দিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু তদন্তে করে দেখা গিয়েছে ওই সার্টিফিকেট জাল। পাঞ্জাব সরকারের তরফে এই মহিলা ক্রিকেটারকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত সরকারে নথি অনুযায়ী তিনি উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। তাই ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিএসপি পদে থাকা যায় না। তাই এখন থেকে তিনি সাধারণ কনস্টেবল। সরকার কোনও আইনী জটিলতায় হরমনপ্রীতকে জড়াচ্ছেনা বলেও জানা দেওয়া হয়েছে।

You might also like