
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী (Sunil Chhetri) কি অবসর নেবেন এশিয়ান কাপের (Asian Cup) ম্যাচে? ভারতীয় ফুটবলে (Football) এই মুহূর্তে ওপেন সিক্রেট এটাই। বিশেষজ্ঞদের ধারণা, সুনীল এরপর আর দেশের জার্সিতে (Asian Cup) খেলবেন না।
যুবভারতীতে বুধবার ভারতীয় দল নামবে কম্বোডিয়ার বিপক্ষে। খেলা শুরু রাত সাড়ে আটটায়। বিপক্ষ দল কম্বোডিয়া রয়েছে ১৭১ নম্বরে, আর ভারতের স্থান ফিফা ক্রম তালিকায় ১০৬-য়ে। খাতায়-কলমে অসম লড়াই হলেও ভারতীয় কোচ ইগর স্টিম্যাশ বিপক্ষ দল নিয়ে চিন্তায় রয়েছেন।
কোটি কোটি টাকার প্রতারণা, পুলিশের হাতে আটক ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাবা
ইগরের কাছে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় দল ছিটকে গেলেই তাঁর চাকরি যাবে। মঙ্গলবার যুবভারতীতে প্র্যাকটিস শেষে ক্রোয়েশিয়াজাত কোচ জানান, ক্রম তালিকা বিচার করে এখন ফুটবল হয় না। তালিকায় ১৮০-র মধ্যে যে দলগুলি রয়েছে, তাদের মধ্যে পার্থক্য খুব কম। তাই কম্বোডিয়াকে আমরা সহজভাবে নিচ্ছি না।
জাতীয় দলের কোচ হওয়ার পরে তেমন স্বপ্ন দেখাতে ব্যর্থ ইগর। তিনি মনে করেন, বিপক্ষ দলকে ফুৎকারে উড়িয়ে দেওয়া মানে অশ্রদ্ধা দেখানো, যা কখনই উচিত নয়। সেই হিসেবে প্রতিপক্ষ দলকে শুরুতেই বেদম করে দিতে চায় ভারত। প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল শেষ চারটিতে তিনটিতে হেরেছে। সেই নিয়ে চিন্তায় নেই কোচ। ইগর বলেছেন, প্রস্তুতি ম্যাচে জয় নয়, দেখতে চেয়েছিলাম দলের কোথায় সমস্যা। সেগুলি কাটিয়ে মাঠে নেমে সেরাটা দিতে হবে।’’
এদিকে, যুবভারতীতে ভারতীয় ম্যাচের টিকিট নিয়ে চরম অব্যবস্থা। ইতিমধ্যেই ভারতীয় দলের ফুটবলাররা আবেদন করেছেন যাতে স্টেডিয়ামে ভরা দর্শক আসে। সুনীল থেকে আশিক কুরিয়ান, সকলেই এই আবেদন করেছেন। প্রথমে ১২ থেকে ১৫ হাজার টিকিট ছাড়ার কথা জানানো হয়েছিল যা পরে বাড়িয়ে করা হয় ২০ হাজার।
টিকিটের চাহিদার কথা ভেবে ৫০ হাজার টিকিট ছাপার ব্যবস্থা হয়। এআইএফএফ এবং টিকিট বন্টকারীদের চূড়ান্ত অপেশাদারিত্বে টিকিট পেতেই কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ সমর্থকদের। অনলাইনে টিকিট কাটলেও তা সংগ্রহ করতে হচ্ছে অফ লাইনে। যা পাওয়া যাচ্ছে যুবভারতীর বক্স অফিস এবং আইএফএ অফিস থেকে। কিন্তু এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই টিকিট পাননি।