Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Kalyan Choubey-Baichung Bhutia

কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক বাইচুং, বললেন তদন্ত হোক

শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কল্যাণের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন পাহাড়ি বিছে। 

কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক বাইচুং, বললেন তদন্ত হোক

বাইচুং ভুটিয়া ও কল্যাণ চৌবে।

শেষ আপডেট: 20 June 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের (AIFF President Kalyan Choubey) বিরুদ্ধে তদন্ত হোক, এমনটাই চাইছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia)। আগেও কল্যাণের সমালোচনা করেছেন বাইচুং ভুটিয়া। আর এবার তো ক্ষোভে ফেটে পড়লেন।

শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কল্যাণের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন পাহাড়ি বিছে।ভারতীয় ফুটবলের অবনমনের জন্য কল্যাণকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাইচুং। ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে তুলে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। 

এশিয়ান কাপ বাছাই পর্বের পারফরম্যান্স নিয়ে বাইচুংয়ের মন্তব্য, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে  ১৩৩ নম্বরে ভারত। অক্টোবরে এশিয়া কাপের যোগ্যতা পর্বের পরের ম্যাচ। যোগ্যতা অর্জনের সুযোগ আছে এখনও। ২৪ দলের মধ্যে আসা উচিত। ২০১১ সালে আমরা এশিয়ান কাপে খেলেছিলাম। তখন এশিয়ান কাপে ১৬ দল সুযোগ পেত। এখন ২৪ দল খেলে। তবু এই পারফরম্যান্স! সভাপতি কল্যাণ চৌবে বলেছিলেন, এশিয়ায় প্রথম ১০-এ আসবে ভারত। কিন্তু সেটা হল কোথায়। শেষ তিন বছরে ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়েছে। আমাদের রেজাল্ট দরকার। আন্তর্জাতিক ফুটবলে কে রেজাল্ট দেবে? ভাল মানের ফুটবলার দরকার। ফুটবলার তৈরি না হলে, ফল আসবে না। গ্রাসরুট ডেভলপমেন্ট না করলে রেজাল্ট আসবে না।’ 

পাশাপাশি তিনি বলেন, ‘২০২৭ সালে আমাদের দেশে এশিয়ান কাপ করার ভাল সুযোগ ছিল। কিন্তু আমাদের সভাপতি কল্যাণের জন্য সেই সুযোগ নষ্ট হয়েছে। উনি সন্তোষ ট্রফি আয়োজন করলেন সৌদিতে। তারপর দেখা গেল, ভারতে নয়, সৌদিতে হবে এশিয়ান কাপ। ভেতর ভেতর খেলে নিলেন।’ 

কল্যাণ কোনওদিন জাতীয় দলের হয়ে খেলেছেন কি না সে প্রশ্নও তোলেন বাইচুং। বলেন, 'আমি ১৯৯৯ সাল থেকে ভারতীয় দলের অধিনায়ক ছিলাম। কল্যাণ দলে ছিল কোনও সময়, কিন্তু তৃতীয় বা চতুর্থ গোলরক্ষক হিসাবে।'

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে হলে রাজ্য সংস্থাগুলোর বরাদ্দ বাড়াতে হবে, পরামর্শ বাইচুংয়ের। তাঁর কথায়, ‘গ্রাসরুট ডেভলপমেন্টের জন্য ফান্ড বাড়ানো দরকার। প্রচুর প্রতিভাবান ফুটবলার রাজ্যের বিভিন্ন অ্যাকাডেমিতে আসছে। কিন্তু তাদের ধরে রাখতে অ্যাকাডেমিগুলোর পর্যাপ্ত অর্থ নেই। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ, বিশ্বকাপে নিজেদের যোগ্যতায় কোয়ালিফাই করা উচিত। যতক্ষণ না তা হবে, ভারতের সিনিয়র দল বিশ্বকাপে কোয়ালিফাই কী ভাবে করবে।' 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসন নিয়েও ক্ষোভে ফুটছেন বাইচুং।  বলেন, ‘এআইএফএফকে স্বচ্ছ হতে হবে। এজিএম, কার্যকরী কমিটির সভা সোশ্যাল মিডিয়ায় লাইভ হওয়া উচিত। সুপ্রিম কোর্টের মামলাও তো লাইভ হয়। কি আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লাইভ হোক। ক্ষতি কী! গত তিন বছরে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে।'

পাশাপাশি সব শেষে বাইচুং জানিয়েছেন, তিনি তাঁর নিজের অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত। পরবর্তী প্রজন্মের ফুটবলার তুলে আনতে চান তিনি।


ভিডিও স্টোরি