শেষ আপডেট: 1st October 2023 00:02
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু এশিয়ান গেমসে মহিলা ভলিবল। এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহিলা ভলিবল তারকা রুকসানা খাতুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আপিল করেছেন তিনি। রুকসানার অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়া হয়নি। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল খেলোয়াড় রুকসানা খাতুন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী।
রুকসানা ভারতীয় দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, সেখানে যোগ্যতা থাকা সত্বেও তাঁকে বাদ দিয়ে দেয় ভলিবল ফেডারেশন। বাদ পড়ার কারণ জানতে তিনি ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর পাননি। তাই ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তিনি।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই মামলা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি জানান, এই বেঞ্চ যেহেতু ভলিবল বিশেষজ্ঞ নয়, তাই তাঁদের পক্ষে এ নিয়ে কোনও রায় দেওয়া সম্ভব নয়। আদালতের সেই রায়ের প্রেক্ষিতে আবার প্রধান বিচারপতির কাছে আবেদন জানান রুকসানা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
রুকসানার আইনজীবী আফরিন বেগম জানিয়েছেন, ২০০৭ সাল থেকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাড হক কমিটি, গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের (Asian Games) ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য আহ্বান জানায়। আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো, পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের সময় চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকা সত্বেও তাঁর মক্কেলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কম অভিজ্ঞতাসম্পন্ন আরও দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।