
দ্রাবিড় কোচ হওয়ায় খুশি সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। তিনি একটি দৈনিকে লিখেছেন, ‘‘দ্রাবিড় যোগ দেওয়ায় ভারতীয় ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। ওঁর বিশাল অভিজ্ঞতা নিয়ে আসবে, ক্রিকেট নিয়ে ওর যা নীতি, নিজে খেলার সময়ে ও যেটা অর্জন করেছিল, গভীর চিন্তাভাবনা এবং আরও অনেক কিছু নিয়েই আসবে দলে।’’
তিনি আরও বলেছেন, ‘‘এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে ভারতের একজন নতুন কোচ দরকার ছিল। আর যত আগে সেই কোচকে নিয়োগ করা যাবে, ততই ভাল। কারণ নতুন কোচও পরিকল্পনা করার সময় পাবে। এবং বিশ্বকাপ শেষ হওয়ার আগেই কোচ নির্বাচনের পদক্ষেপটি সত্যিই খুব ভাল সিদ্ধান্ত। কারণ এতে নতুন কোচ কিছুটা সময় পাবে নিজের মতো গুছিয়ে নেওয়ার জন্য। ভারতকে আরও দু’টি ম্যাচ খেলতে হবে। তাই এখনই সঠিক সময়। দ্রাবিড় ম্যাচগুলি দেখে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর নিজের মতো পরিকল্পনা নিতে পারবে।’’
এদিকে, রাহুল কোচ হওয়ার পরে এও জানানো হচ্ছে তাঁর সঙ্গে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার জুটি জমবে ভাল। কারণ রোহিত একটু ডাকাবুকো ধরনের, আর দ্রাবিড়ের কোচিং টেকনিক হল ধীরে নিজের লক্ষ্যে পৌঁছানো। দুইয়ের মিশেলে ভাল কিছু হতে পারে। সেই হিসেবে রোহিতও প্রতিক্রিয়া দিয়েছেন। দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের স্তম্ভ, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাব, এটা ভেবেই ভাল লাগছে।’’