গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 7th March 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছতা বনাম স্বাধিকার। ব্যাটসম্যান প্রাধান্য বনাম বোলারদের ন্যায্য অধিকার। বিনোদন বনাম স্বাস্থ্যবিধি। ক্রিকেটে, বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে, বলে থুতু ব্যবহার চালু করা নিয়ে মহম্মদ সামির সওয়ালকে ঘিরে আড়াআড়ি ভাগ হল বোলিং-দুনিয়া। আর বিষয়টাও স্রেফ বলে লালা বা থুতু ঘষার পক্ষে বা বিপক্ষে আটকে না থেকে ছড়িয়ে গেল বৃহত্তর ইস্যুতে
আগেও প্রসঙ্গটা তুলেছিলেন। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিভার্স সুইংয়ের জন্য বলে থুতু ব্যবহার চালু করার জন্য ফের একবার আইসিসিকে আর্জি জানান সামি। এবার জোর গলায়। উল্লেখ্য, সংক্রমণ রুখতে ২০২০ সালে কোভিড জমানায় এই কৌশল বাতিল করে আইসিসি। তখন সাময়িক ভাবে রদ করা হলেও ২০২২-এর সেপ্টেম্বরে পাকাপাকিভাবে থুতু ব্যবহার বন্ধের নির্দেশ দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এতদিন সামি একা এর বিরুদ্ধে মুখ খুললেও এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। সলিল আঙ্কোলা, প্রাক্তন জাতীয় নির্বাচক, তাঁদের একজন। সলিল বলেন, ‘এই ব্যান এখনই উঠে যাওয়া উচিত। আমি সামির সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এখন সবকিছু ব্যাটসম্যানদের পক্ষে চলছে। কিছু জিনিস অন্তত বোলারদের পক্ষেও থাকা প্রয়োজন।‘
এরপর তিনি যোগ করেন, ‘এই মরশুমে রঞ্জি টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে গিয়েও আমি এই বিষয়টা নিয়ে বলেছি। বলে লালা ব্যবহার শতাব্দী প্রাচীন। ১৯২০ সালে অতিমারি এসেছিল, তখনও ক্রিকেট খেলা হত, বলে বোলাররা থুতু মাখতেন। কিন্তু সেই নিয়ম রদ করা হয়নি।‘
উপমহাদেশের বাইরের বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের টিম সাউদিও সামির হয়ে সওয়াল করেছেন। তিনি বলেন, ‘বোলার হিসেবে আমি অবশ্যই একটা অ্যাডভান্টেজ নিতে চাইব। এখন আকছার ৩০০ বা তারও উপর রান উঠছে। সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬২ রান তুলেছে। ফলে বোলারদের জন্যও কিছু থাকা উচিত। জানি না এটা ফিরিয়ে আনতে আইসিসির অসুবিধে কোথায়।‘
দক্ষিণ আফ্রিকার পেসার ভের্নন ফিলান্ডারের মতে, রিভার্স সুইং বোলারদের একটা বাড়তি অস্ত্র। ম্যাচের শেষ দিকে বল যখন পুরোনো হয়ে গিয়েছে, তার চাকচিক্য তেমন নেই, তখন তাতে থুতু লাগালে রিভার্স সুইংয়ের সুযোগ বাড়ে। ফলে এই কৌশল এখনই চালু করা জরুরি।
ইদানীং ক্রিকেট ব্যাটার-প্রধান, বোলারদের দিকে তেমন নজর দেওয়া হয় না, খেলা হয় পাটা পিচে, রান ওঠে প্রচুর, এমনকী ফিল্ডিংয়ের বাঁধাবাঁধি নিয়ে যে কানুন আনা হচ্ছে—সবই বোলারদের বিপক্ষে গেছে। চলতি বিতর্কে সামির পক্ষ নেওয়া ক্রিকেটাররা তাই রিভার্স সুইংকে সামনে রেখে আদতে পেসারদের গুরুত্বকেই পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছেন।
যদিও থুতু রদের নির্দেশিকা তোলার আগে সতর্কতা নেওয়া জরুরি। পাল্টা পক্ষ নিয়েছেন প্রাক্তন ভারতীয় বোলার ভেঙ্কটেশ প্রসাদ। তাঁর বক্তব্য, বিষয়টা গুরুত্ব নিয়ে বিবেচনা করা উচিত। নতুন ভাইরাস কবে, কীভাবে হানা দেবে কেউ জানে না। তাই বোলারদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সংক্রমণ ও পরিচ্ছন্নতার ইস্যু মাথায় রাখতে হবে।