
‘আমাদের দলে সবাই ক্যাপ্টেন, আমি শুধু আর্মব্যান্ডটা পরব’, বলছেন ইস্টবেঙ্গলের অরিন্দম
সব থেকে তাৎপর্য্যের বিষয়, দলের অধিনায়ক স্প্যানিশ কোচ করেছেন সিনিয়র তারকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে (Arindam Bhattacharya)। যিনি এ মরসুমেই লাল হলুদ শিবিরে যোগ দিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়েছেন বিদেশী কোচ। অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রেও কর্তাদের কোনও অবদান নেই।
সোমবার ক্লাবের তরফে অরিন্দমকে দিয়ে একটি ভিডিও পোস্ট করানো হয়েছে। তাতে সিনিয়র গোলরক্ষক জানিয়েছেন, তিনি সম্মানিত নতুন দায়িত্ব পেয়ে। পাশাপাশি অরিন্দমের মন্তব্য, ‘‘আমি হয়তো আর্মব্যান্ড পরে মাঠে নামব, কিন্তু আমাদের দলে সবাই ক্যাপ্টেন, কারণ প্রতিটি বিভাগে এমন কিছু ফুটবলার রয়েছে, তারাও দলের অধিনায়ক হওয়ার যোগ্য।’’
আরও পড়ুন: ‘দু’দেশের সরকার না চাইলে ভারত-পাক সিরিজ সম্ভব নয়’, জানিয়ে দিলেন সৌরভ
অরিন্দম যে প্রকৃত অর্থেই টিম ম্যানের মতো কথা বলেছেন, সেটিও যথেষ্ট ভাল দিক। ৩২ বছর বয়সী অভিজ্ঞ তারকা আরও বলেছেন, ‘‘এবারের দলে জয়ের খিদে দারুণভাবে দেখা গিয়েছে। প্রস্তুতি ম্যাচে তার প্রমাণ মিলেছে। কোচও এসে দলকে এমনভাবে চাঙ্গা করছেন, ফুটবলারদের মধ্যে বাড়তি তাগিদ দেখা যাচ্ছে।’’
একটা দলের ড্রেসিংরুম যতটা হাসিখুশি থাকবে, ততই দলের চেহারা ঠাসবুনোট হয়। অরিন্দম সেই কথা মানছেনও। বলেছেন, আমাদের দলে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, সবাই নিজেদের মতো জানাতে পারবে। কোচ সেই অবস্থান সকলকে দিয়েছেন।
গতবার মোহনবাগান থেকে বিতাড়িত হয়ে লাল হলুদে এসে বড় সম্মান। সেই কারণেই অরিন্দমের মতো নামী তারকা বলছেন, ‘‘আমার নিজের কাছে দারুণ মোটিভেশনের বিষয়। গোলের নিচে দাঁড়িয়ে পুরো দলকে চালনা করতে পারব। তবে আবারও বলছি, আমি হয়তো আর্মব্যান্ড পরে মাঠে নামব, কিন্তু আমাদের দলে ক্যাপ্টেনের অভাব নেই, সবাই নিজেদের কাজ করতে পারলে ভাল কিছুই হবে।’’
পাশাপাশি গত মরসুমে আইএসএলের গোল্ডেন গ্লাভসের অধিকারীর কথায়, ‘‘আমাদের বাড়িতে বাবা-ঠাকুর্দা সবাই ইস্টবেঙ্গলের সমর্থক ছিলেন, আমিও আদতে লাল হলুদের সমর্থক, তাই এবার দলে যোগ দিতে পেরে ভাল লাগছে, গর্বিত অনুভব করছি।’’