শেষ আপডেট: 29th September 2023 22:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় শুটিংয়ে নতুন তারার আবির্ভাব। মোট চারটি পদক পেলেন ইশা সিং। এশিয়ান গেমসে একটি সোনাসহ বাকি তিনটি পদক ঝুলিতে ভরেছেন।
১৮ বছরের ইশার বাড়ি হায়দরাবাদে। বাবা কার রেসার। গতিই তাঁর জীবন। মেয়ের লক্ষ্য নিখুঁত লক্ষ্যভেদ। হায়দরাবাদে গাচ্চি বাউলিতে একটা সময় ব্যাডমিন্টন শিখেছেন। শুটিংয়ে ১১ বছরের মাথায় এসে দ্রুত উন্নতি করেছেন।
ইশা অবশ্য হায়দরাবাদে বেশিদিন থাকেননি। তিনি চলে গিয়েছেন পুনেতে গগন নারাংয়ের অ্যাকাডেমি গান ফর গ্লোরিতে। গগনের অ্যাকাডেমিতে ইশা শিখেছেন আধুনিক শুটিংয়ের নতুন কৌশল নিয়ে। তিনি এগিয়ে গিয়েছেন দূর্বার গতিতে।
গগন নিজে একজন অলিম্পিক্সে পদকজয়ী তারকা। গত বুধবার এশিয়াডে ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ইশা। সেটি ছিল দলগত ইভেন্ট। পাশাপাশি ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতেন ইশা।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও রুপো জেতেন। দলগত ইভেন্ট থেকেও পদক পেয়েছেন এই তরুণী।
২০০৫ সালের ১ জানুয়ারি হায়দরাবাদে জন্ম ইশার। ৯ বছর বয়সেই রাজ্য স্তরে খেতাব পায় এই প্রতিভাবান তারকা। গেমসে সাফল্য তাঁকে প্যারিস অলিম্পিকের আগে আত্মবিশ্বাস দেবে।
একটা সময় টেনিস ও ব্যাডমিন্টন খেলতেন চুটিয়ে। ইশার বাড়ি যেখানে পরিমণ্ডলটাই হল ব্যাডমিন্টনের। পুলেল্লা গোপীচাঁদের সঙ্গে তাঁদের নিয়মিত সম্পর্ক রয়েছে। বাবা কার রেসার হলে কী হবে ইশা এগিয়েছেন শুটিংকে সামনে রেখে।