Latest News

৪৯৮ রান! ওয়ান ডে ক্রিকেটে ফের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

দ্য ওয়াল ব্যুরো: আগের রেকর্ডটাও ছিল তাদেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড (England)। যেটি ছিল এতদিন পর্যন্ত ওয়ানডে তে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহের বিশ্বরেকর্ড (World Record)।

শুক্রবার অ্যামস্টেলভিনে নিজেদেরই সেই রেকর্ড ভেঙে ফেলেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে-তে (ODI) তারা তুলেছে ৪ উইকেটে ৪৯৮। এটিই এখন নয়া বিশ্বরেকর্ড।

শুধু দলীয় সংগ্রহের নয়, এই ম্যাচে একগাদা রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ব্যাটাররা। এক ম্যাচে তিনজন করেছেন সেঞ্চুরি। তারা হলেন, ফিল সল্ট, ডেভিড মালান আর জস বাটলার। ওয়ান ডে-তে ইংল্যান্ডের তিন ব্যাটারের সেঞ্চুরি করার ঘটনা এবারই প্রথম।

টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠানোই ভুল হয়েছে নেদারল্যান্ডসের। শুরুটা অবশ্য ভালই ছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই জেসন রয় (১) সাজঘরের পথ ধরেন। ইংল্যান্ডের বোর্ডে তখন মাত্র ১ রান। কে জানতো, ডাচদের সামনে এমন দুঃস্বপ্ন অপেক্ষা করছে!

দ্বিতীয় উইকেটে ডেভিড মালান আর ফিল সল্ট গড়েন ১৭৮ বলে ২২২ রানের বিশাল জুটি। মালান আর সল্ট-দুজনই পেয়েছেন ওয়ানডেতে তাদের প্রথম সেঞ্চুরি।

৯৩ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে আউট হন সল্ট। ১০৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ডেভিড মালান করেন ১২৫।

You might also like