Latest News

ঋষভের ১০০, জাদেজার ৫০, এজবাস্টন মাতাল এই জুটি!

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনেই ম্যাচের শুরুতেই অনেকটা এগিয়ে যায় ইংল্যান্ড (Eng Vs Ind)। তবে এজবাস্টন নতুন করে চিনল ঋষভ পন্থকে। যখন এই পিচে একে একে প্যাভিলিয়নে ফেরেন পূজারা-কোহলিরা তখন একাই রুখে দাঁড়ান আন্ডারসনদের বিরুদ্ধে। তাঁর অনবদ্য সেঞ্চুরি টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায় খোদাই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ ভারতের জন্য এমনিতেই স্মরণীয় হয়ে থাকবে (Eng Vs Ind)। তিন দশক পর কোন পেস বোলার হিসেবে যশপ্রীত বুমরা অধিনায়ক হিসেবে টস করলেন। কপিল দেবের পর বুমরার নামই ইতিহাসের লেখা থাকবে। সেই ম্যাচেই এক অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন পন্থ। অন্যদিকে, তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। সম্প্রতি সমাপ্ত আইপিএল ভাল যায়নি তাঁর। নিজেকে প্রমাণ করার জায়গা ছিল এই টেস্ট ম্যাচই। সেখানে ক্রিজে টিকে রয়েছেন তিনি। হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি।

এদিকে পয়া মাঠ এজবাস্টনেও ব্যর্থ বিরাট কোহলি। ১৯ বল খেলে মাত্র ১১ রানে ফিরেছেন কোহলি, ইনিংসে রয়েছে দুটি চার। ২০১৮ সালে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে করেন হাফসেঞ্চুরি।

শুক্রবার টেস্টের প্রথমদিন ভারতীয় দল টসে হেরে ব্যাটিং করতে নেমে সমস্যায় (Eng Vs Ind)। ১১৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে। দলের ওপেনার শুভমান গিল (১৭), চেতেশ্বর পূজারা (১৩) দ্রুত ফিরে যাওয়ার পরে হনুমা বিহারীও ২০ রানে আউট হয়ে গিয়েছেন।

কোহলি ফিরলেন গড়িমসি করতে করতে, ভেবেছিলেন ছেড়ে দেবেন। সেই বলই বাঁক খেয়ে উইকেটের বেল নড়িয়ে দিয়েছে। কোহলির উইকেট নিয়েছেন ম্যাথু জেমস পটস, ২৩ বছরের এই পেসার কোহলিকে আউট করে সকলের নজর পড়ে গেলেন। অফস্টাম্পের বাইরের বল ছাড়তে গিয়েই বিপত্তি বাঁধান তিনি। বল ব্যাটের কানায় লেগে উইকেট লাগে।

ইংল্যান্ড পেসারদের দাপটে ভারতের প্রারম্ভিক ব্যাটসম্যানরা প্যাভিলিয়নের পথ দেখেছেন দ্রুত। জেমস অ্যান্ডারসন ফের দেখালেন বুড়ো হাড়ে ভেল্কি কাকে বলে। অ্যান্ডারসনের ঝুলিতে এখনও পর্যন্ত তিন উইকেট। তবে জাদেজাকে সঙ্গে একাই লড়াই চালাচ্ছেন পন্থ।

You might also like