McIlroy
শেষ আপডেট: 14th April 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: ১১ বছরের অপেক্ষার অবসান। গলফের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড স্ল্যাম’ (Grand Slam) জয়ের স্বপ্ন পূরণ হল ররি (Rori McIlroy) ম্যাকিলরয়ের। মাস্টার্স টুর্নামেন্ট (Masters Tournaments) জিতে গলফের (Golf) ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখে রাখলেন উত্তর আয়ারল্যান্ডের গলফার ম্যাকিলরয়।
সেই সঙ্গে মাস্টার্স জয়ের মাধ্যমে ম্যাকিলরয় কেরিয়ার গ্র্যান্ড স্লামও সম্পন্ন করেছেন। গলফের চারটি মেজর টুর্নামেন্ট জিতলে কেরিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন হয়। এই চারটি মেজর টুর্নামেন্ট হল মাস্টার্স, ইউএস ওপেন, দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ ও পিজিএ চ্যাম্পিয়নশিপ। ষষ্ঠ খেলোয়াড় হিসাবে ম্যাকিলরয় এই বিরল কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় বাকিরা হলেন, জিন সারাজেন, বেন হোগান, গ্যারি প্লেয়ার, জ্যাক নিকলাস এবং টাইগার উডস।
৩৫ বছর বয়সি উত্তর আয়ারল্যান্ডের এই গলফার টানটান উত্তেজনার লড়াইয়ে ইংল্যান্ডের জাস্টিন রোজকে হারান প্লে-অফে। মূল রাউন্ড শেষে দু’জনই ১১-আন্ডার পার স্কোরে সমান ছিলেন, ফলে খেলা গড়ায় প্লে-অফে। সেখানেই ১৮ নম্বর হোলে চার ফুটের বার্ডি করে জয় নিশ্চিত করেন ম্যাকিলরয়। এটি ছিল তাঁর পঞ্চম মেজর খেতাব।
খেতাব জিতে ম্যাকিলরয় সিবিএসকে বলেন, ‘এটা আমার ১৭তম প্রচেষ্টা। আমি ভাবতে শুরু করেছিলাম, আদৌ কি আমার হবে? গত ১০ বছর ধরে গ্র্যান্ড স্লামের চাপ নিয়ে এখানে এসেছি। কিন্তু আজ আমি সত্যিই গর্বিত, এখন নিজেকে মাস্টার্স চ্যাম্পিয়ন বলতে পারব।’