সামনেই ইংল্যান্ড সফর (England Series)। কঠিন লড়াই। বিশেষ করে টিম ইন্ডিয়া, যারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার সিরিজ হেরেছে, তাদের কাছে ইংল্যান্ড ট্যুর অগ্নিপরীক্ষা।
রবিচন্দ্র অশ্বিন
শেষ আপডেট: 14 May 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: খোলা চোখে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের দুই অন্যতম স্তম্ভের অবসর। কিন্তু এটাই পুরো ছবি নয়। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) বিদায় প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেটে (Team India) একটি শূন্যস্থানের সূচনা করবে। আর গহ্বর ভরাটের পথেই শুরু হতে চলেছে নতুন যুগ। যার পুরোধা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, দলের একদা নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিন (R. Ashwin) অন্তত এমনটাই মনে করছেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর অশ্বিন ইউটিউবে একটি শো শুরু করেছেন, যেখানে ক্রিকেটের সাম্প্রতিক নানান ঘটনা নিয়ে আলোচনার ছলে বা মনোলোগের ধাঁচে মতামত রাখছেন তিনি। ‘অ্যাশ কি বাত’ (Ash ki Baat) নামে ওই শোয়ে সম্প্রতি বিরাট, রোহিতের অবসর নিয়ে বলতে গিয়ে অশ্বিন মন্তব্য করেন, ‘ওরা দুজনে একসঙ্গে অবসর নেবে—এমনটা আন্দাজ করিনি। এটা দেশের ক্রিকেটের কাছে পরীক্ষার সময়। আমার মতে এটাই সত্যিকারের গম্ভীর-যুগের সূচনা।‘
সামনেই ইংল্যান্ড সফর (England Series)। কঠিন লড়াই। বিশেষ করে টিম ইন্ডিয়া, যারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার সিরিজ হেরেছে, তাদের কাছে ইংল্যান্ড ট্যুর অগ্নিপরীক্ষা। এতে অশ্বিনেরও দ্বিমত নেই। বলেছেন, ‘যে দল ইংল্যান্ডে যাবে, সেটা একদম আনকোরা, নতুন। এই টিমের খোলনলচে বদলে গিয়েছে। যেখানে জসপ্রীত বুমরাহ সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। নেতৃত্বের অন্যতম দাবিদারও বটে। আমার মতে, বুমরাহকেই অধিনায়ক করা উচিত। কিন্তু নির্বাচকরা হয়তো শারীরিক অবস্থার বিষয়টি যাচাই করে শেষ সিদ্ধান্ত নেবেন।‘
ঠিক কোথায় কোথায় তরুণ, অনভিজ্ঞ টিম ইন্ডিয়া বিরাট, রোহিতের অভাব বোধ করবে? এই নিয়ে অশ্বিনের বিশ্লেষণ, ‘ওদের অবসর দলে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি করেছে। অভিজ্ঞতা কেনা যায় না। বিশেষ করে ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ট্যুরে তো নয়-ই। বিরাটের এনার্জি আর রোহিতের স্থৈর্য মিস করেব ভারতীয় দল।‘
এর পাশাপাশি ‘রো-কো’ জুটির সরে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে অশ্বিন বলেন, ‘টেস্ট ভারতের কাছে গত ১০-১২ বছর ধরে অন্যতম ফর্ম্যাট। কিন্তু শুধুমাত্র অধিনায়কত্বের বিষয়টি মাথায় রেখে রোহিতের উচিত ছিল ইংল্যান্ডে যাওয়া। তারপর ভাল পারফর্ম করলে হয়তো খেলা চালিয়ে যেতে পারত, আগামী দিনে বাড়তি দায়িত্বও পেত।‘