হান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনার মসনদে বসে ফুটবল দর্শনে নবতরঙ্গ এনেছেন, একদম সতেজ, টাটকা বাতাস চারিয়ে দিয়েছেন, জাবিকে নিয়েও এমনই স্বপ্ন দেখতে চাইছে রিয়াল।
জাবি আলনসো
শেষ আপডেট: 11 May 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন ছিলই। এবার তাকে সরব চর্চায় টেনে আনলেন জাবি আলোনসো। জানিয়ে দিলেন এই মরশুমই শেষ। পরের সিজনে অন্য ক্লাবে যোগ দিতে চলেছেন। কোন ক্লাব? এই বিষয়ে কিছু না বললেও বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, রিয়াল মাদ্রিদে কার্লো আন্সেলোত্তির ছেড়ে দেওয়া আসনেই বসতে চলেছেন জাবি। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। সান্তিয়াগো বার্নেবেউয়ের টাচলাইনে এবার থেকে কিলিয়ান এমবাপেদের নির্দেশ দেবেন রিয়ালের ঘরের ছেলে।
চ্যাম্পিয়নস লিগে বিদায়ের পরেই কার্যত অ্যান্সেলোত্তির বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। রিয়ালের কর্মকর্তাদের একটা বড় অংশের মতে, চলতি মরশুমে দলের তারকা ফুটবলারদের সেরাটা সেভাবে বের করে আনতে ব্যর্থ হয়েছেন ইতালীয় ম্যানেজার। এরই মাশুল গুনতে হচ্ছে তাঁকে। এখনও লা লিগার রেস থেকে ছিটকে যায়নি রিয়াল। আজ মধ্যরাতে মহারণ। এল ক্লাসিকো। বার্সেলোনার বিরুদ্ধে জিতলে ফের খেতাব জয়ের দৌড়ে ফিরে আসবেন ভিনিয়াস জুনিয়ররা। হারলে ছিটকে যাওয়া নিশ্চিত!
এই অবস্থায় জাবি আলনসোর উপর আস্থা রাখতে চাইছে মাদ্রিদ বোর্ড। চলতি মরশুমে বায়ার্ন লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগ এবং বুন্দিশলিগা—দুই আসরেই ব্যর্থ হয়েছে। কিন্তু বিশ্লেষকদের অনুমান, গতবার যেভাবে অসাধ্য সাধন করেছিলেন জাভি, জার্মানির এক নম্বর দলে পরিণত করেছিলেন লেভারকুসেনকে, সেই সাফল্যই তাঁকে আখেরে ‘মাইলেজ’ দিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার প্র্যাকটিস শেষে দলের খেলোয়াড়দের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন জাবি। গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটাই চলে যাওয়ার সঠিক সময়। কিছু বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া ভাল।‘ পরক্ষণেই ভেসে আসে পালটা প্রশ্ন: ‘সামনের সিজনে যাচ্ছেন কোথায়?’ এর জবাবে যদিও মুখে কুলুপ এঁটেছেন তিনি। বলেছেন, ‘এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার দিন নয়।‘
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে জাবি যখন বায়ার্ন লেভারকুসেনের দায়িত্ব পান, তখন জার্মানির ক্লাবটি রেলিগেশনের আওতায়। বুন্দেশলিগায় টিকে থাকা নিয়ে দাঁতে দাঁত চিপে লড়ে চলেছে। হাতে যেন জাদুদণ্ড নিয়ে লেভারকুসেনের তখতে বসেছিলেন জাবি। অল্প দিনেই ভোলবদল! অবনমনের যুদ্ধ ছেড়ে সটান চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় উঠে আসে তাঁর দল। পরাস্ত করে দুর্ধর্ষ বায়ার্ন মিউনিখকে। জেতে ঘরোয়া কাপও। ইউরোপীয় ময়দানেও নতুন শক্তি হিসেবে দেখা দেয় লেভারকুসেন।
ফুটবল মহলের অনুমান, হান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনার মসনদে বসে ফুটবল দর্শনে নবতরঙ্গ এনেছেন, একদম সতেজ, টাটকা বাতাস চারিয়ে দিয়েছেন, জাবিকে নিয়েও এমনই স্বপ্ন দেখতে চাইছে রিয়াল। কিলিয়ান এমবাপেকে চড়া দামে সই করানোর পর ফরাসি ফুটবল তারকা এখনও সেভাবে প্রতিভার সদ্ব্যবহার করতে পারেননি। রিয়াল বোর্ড মনে করছে, খামতিটা যতটা না এমবাপের, তার চেয়েও বেশি ফুটবল সিস্টেমের। ঠিক ভূমিকায়, সঠিক জায়গায় তাঁকে ব্যবহার করলে খাঁচা ভেঙে বেরিয়ে আসবেন এমবাপে। আর সেটা কাজে করে দেখাতে পারবেন জাবি-ই। এই একটি বিশ্বাসে অনেক কিছু মিলিয়ে দিতে চাইছে রিয়াল মাদ্রিদ।