Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Xabi Alonso: The Next Real Manager?

অস্তাচলে আন্সেলোত্তি-জমানা, কেন জাবি আলনসোকেই কুর্সিতে বসাতে মরিয়া রিয়াল মাদ্রিদ?

হান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনার মসনদে বসে ফুটবল দর্শনে নবতরঙ্গ এনেছেন, একদম সতেজ, টাটকা বাতাস চারিয়ে দিয়েছেন, জাবিকে নিয়েও এমনই স্বপ্ন দেখতে চাইছে রিয়াল। 

অস্তাচলে আন্সেলোত্তি-জমানা, কেন জাবি আলনসোকেই কুর্সিতে বসাতে মরিয়া রিয়াল মাদ্রিদ?

জাবি আলনসো

শেষ আপডেট: 11 May 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন ছিলই। এবার তাকে সরব চর্চায় টেনে আনলেন জাবি আলোনসো। জানিয়ে দিলেন এই মরশুমই শেষ। পরের সিজনে অন্য ক্লাবে যোগ দিতে চলেছেন। কোন ক্লাব? এই বিষয়ে কিছু না বললেও বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, রিয়াল মাদ্রিদে কার্লো আন্সেলোত্তির ছেড়ে দেওয়া আসনেই বসতে চলেছেন জাবি। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। সান্তিয়াগো বার্নেবেউয়ের টাচলাইনে এবার থেকে কিলিয়ান এমবাপেদের নির্দেশ দেবেন রিয়ালের ঘরের ছেলে।

চ্যাম্পিয়নস লিগে বিদায়ের পরেই কার্যত অ্যান্সেলোত্তির বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। রিয়ালের কর্মকর্তাদের একটা বড় অংশের মতে, চলতি মরশুমে দলের তারকা ফুটবলারদের সেরাটা সেভাবে বের করে আনতে ব্যর্থ হয়েছেন ইতালীয় ম্যানেজার। এরই মাশুল গুনতে হচ্ছে তাঁকে। এখনও লা লিগার রেস থেকে ছিটকে যায়নি রিয়াল। আজ মধ্যরাতে মহারণ। এল ক্লাসিকো। বার্সেলোনার বিরুদ্ধে জিতলে ফের খেতাব জয়ের দৌড়ে ফিরে আসবেন ভিনিয়াস জুনিয়ররা। হারলে ছিটকে যাওয়া নিশ্চিত!

এই অবস্থায় জাবি আলনসোর উপর আস্থা রাখতে চাইছে মাদ্রিদ বোর্ড। চলতি মরশুমে বায়ার্ন লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগ এবং বুন্দিশলিগা—দুই আসরেই ব্যর্থ হয়েছে। কিন্তু বিশ্লেষকদের অনুমান, গতবার যেভাবে অসাধ্য সাধন করেছিলেন জাভি, জার্মানির এক নম্বর দলে পরিণত করেছিলেন লেভারকুসেনকে, সেই সাফল্যই তাঁকে আখেরে ‘মাইলেজ’ দিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার প্র্যাকটিস শেষে দলের খেলোয়াড়দের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন জাবি। গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটাই চলে যাওয়ার সঠিক সময়। কিছু বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া ভাল।‘ পরক্ষণেই ভেসে আসে পালটা প্রশ্ন: ‘সামনের সিজনে যাচ্ছেন কোথায়?’ এর জবাবে যদিও মুখে কুলুপ এঁটেছেন তিনি। বলেছেন, ‘এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার দিন নয়।‘

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে জাবি যখন বায়ার্ন লেভারকুসেনের দায়িত্ব পান, তখন জার্মানির ক্লাবটি রেলিগেশনের আওতায়। বুন্দেশলিগায় টিকে থাকা নিয়ে দাঁতে দাঁত চিপে লড়ে চলেছে। হাতে যেন জাদুদণ্ড নিয়ে লেভারকুসেনের তখতে বসেছিলেন জাবি। অল্প দিনেই ভোলবদল! অবনমনের যুদ্ধ ছেড়ে সটান চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় উঠে আসে তাঁর দল। পরাস্ত করে দুর্ধর্ষ বায়ার্ন মিউনিখকে। জেতে ঘরোয়া কাপও। ইউরোপীয় ময়দানেও নতুন শক্তি হিসেবে দেখা দেয় লেভারকুসেন।

ফুটবল মহলের অনুমান, হান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনার মসনদে বসে ফুটবল দর্শনে নবতরঙ্গ এনেছেন, একদম সতেজ, টাটকা বাতাস চারিয়ে দিয়েছেন, জাবিকে নিয়েও এমনই স্বপ্ন দেখতে চাইছে রিয়াল। কিলিয়ান এমবাপেকে চড়া দামে সই করানোর পর ফরাসি ফুটবল তারকা এখনও সেভাবে প্রতিভার সদ্ব্যবহার করতে পারেননি। রিয়াল বোর্ড মনে করছে, খামতিটা যতটা না এমবাপের, তার চেয়েও বেশি ফুটবল সিস্টেমের। ঠিক ভূমিকায়, সঠিক জায়গায় তাঁকে ব্যবহার করলে খাঁচা ভেঙে বেরিয়ে আসবেন এমবাপে। আর সেটা কাজে করে দেখাতে পারবেন জাবি-ই। এই একটি বিশ্বাসে অনেক কিছু মিলিয়ে দিতে চাইছে রিয়াল মাদ্রিদ।


ভিডিও স্টোরি