শেষ আপডেট: 5th July 2024 19:14
দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই কোপাতেও লিওনেল মেসি ভিলেন হয়ে যেতে পারতেন। রোনাল্ডো গত ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। টাইব্রেকারে অবশ্য গোল করে মুখরক্ষা করেছিলেন। ওই ম্যাচে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্তা বাঁচিয়ে দিয়েছিলেন তিনটি টাইব্রেকার শুট আউট সেভ করে।
এবার আর্জেন্টিনাকে বাঁচালেন নামী গোলরক্ষক ডিবু মার্টিনেজ। তিনি এর আগেও তিনবার পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। এবারও ইকুয়েডরের বিরুদ্ধে ডিবু মার্টিনেজের দুটি সেভ দলকে শেষ চারের টিকিট এনে দিয়েছেন। গতবছরের জুন মাসেই কলকাতায় এসেছিলেন এমি। তিনি এসে কলকাতার হৃদয় জিতেছিলেন।
বিশ্বজয়ীদের পক্ষে টাইব্রেকারে প্রথম শটই নিতে গিয়েছিলেন মেসি। কিন্তু প্রথম শটই মিস হয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন দলনেতা। মেসি পরে জানিয়েছেন, ‘‘আমি শটটা নিতে গিয়েছিলাম আমাদের দলের দুই গোলরক্ষকের সঙ্গে কথা বলেই। কিভাবে শট নেব, শট কেমন হওয়া উচিত, আলোচনা করেই মারতে গিয়েছিলাম। কিন্তু মিস করতে খুব হতাশ হয়ে যাই। ভাবছিলাম জয় আসবে কিনা।’’
তারপরেই দলের একনম্বর গোলরক্ষক ডিবু বিশ্বকাপ ফাইনালের মতোই দলের পরিত্রাতার ভূমিকায় হাজির হন। তিনি পরপর দুটি শট বাঁচিয়ে নায়ক হয়ে যান। এমনকী খেলা শেষে দেখা যায়, ইকুয়েডরের গোলরক্ষক যখন কাঁদছেন, সেইসময় ডিবু গিয়ে তাঁকে সান্ত্বনা দেন। তখন দেখা গিয়েছে, পুরো আর্জেন্টিনা দলও আনন্দে মত্ত, ডিবু একেবারে ব্যতিক্রমী মেজাজে ধরা দিয়েছেন।
ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও দলের খেলা ভাল লাগেনি কোচ লিওনেল স্কালোনির। তিনি খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন, আমরা ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম। কাজে লাগাতে পারলে শেষমেশ টাইব্রেকারে খেলা যেত না। কিন্তু সেটি হয়নি। আমি তাই খুশি হতে পারছি না। কাপ জিততে গেলে দলের খেলায় আরও উন্নতি করতে হবে। মেসিও চোট সারিয়ে ফিরেও ছন্দে ছিলেন না। তারমধ্যে পেনাল্টি মিস করে তিনি খুবই হতাশ।