শেষ আপডেট: 10th November 2021 01:58
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে (Rohit Sharma) কোনওদিন খালি হাতে ফেরায়নি ইডেন গার্ডেন্স (Eden Gardens)। কলকাতাতেই রোহিতের ২৬৪ রান ইতিহাসে স্থান করে নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজের শেষ ম্যাচ কলকাতায়। ওই ম্যাচেও স্বাভাবিকভাবে দলের নেতা রোহিত। সঙ্গে কোচ থাকছেন রাহুল দ্রাবিড়, তিনিও ইডেনের অন্যতম বরপুত্র, দ্রাবিড়ও সমানভাবে সফল কলকাতার মাঠে। বাংলার জুডো দল বিপাকে পাঞ্জাবে খেলতে গিয়ে, অমৃতসর মেলের টিকিটই কনফার্ম হয়নি! টি ২০ বিশ্বকাপ শেষ করেই কেন উইলিয়ামসনের দল ভারত সফরে আসছে, তিনটি টেস্ট এবং তিনটি টি ২০ ম্যাচ খেলবে। শুরু হবে টি ২০ সিরিজ দিয়ে। জয়পুর, রাঁচির পরে কলকাতায় ম্যাচ রয়েছে। ইতিমধ্যেই কিউইদের একটি পর্যবেক্ষক দল ইডেনে এসে সবকিছু খতিয়ে দেখে গিয়েছে। বৈঠক করে গিয়েছেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক এদিন জানিয়েছেন, আমাদের ব্যবস্থাপনা দেখে নিউজিল্যান্ডের ওই দলটি খুশি হয়েছে। তারা কলকাতায় সল্টলেক দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে প্র্যাকটিসও সারবে। আমরা সবদিক থেকে প্রস্তুত। সচিব স্নেহাশিসও বলেছেন, আমরা দুই দলের ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখব। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা থাকবে না, এটি বলতে পারি। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে অনলাইনের মাধ্যমে। ১৭ নভেম্বর থেকে সিএবি অফলাইনে টিকিট বাজারে ছাড়বে। টিকিটের মূল্য করা হয়েছে ৬৫০ ও ১৫০০ টাকা। এমনকি মাঠে থাকতে পারবে ৭০ শতাংশ দর্শক। এটি রাজ্য সরকার ও সিএবি যৌথভাবে আলোচনা করে ঠিক করেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'