শেষ আপডেট: 7th August 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো: পরপর দু'ম্যাচে জয়। ডুরান্ডে ছন্দ ধরে রাখল ইস্টবেঙ্গল। গত ম্যাচের ফলই বুধবারের ম্যাচে দেখা গেল। ডাউনটাউন হিরোজকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ শিবির। এই ম্যাচেই নতুন দলের হয়ে প্রথম গোল করেন মাদি তালাল। ফ্রি-কিক থেকে তাঁর করা গোল দেখলে চোখ জুড়িয়ে যাবে ফুটবলপ্রেমীদের।
আর্মির বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচে কোনও বিদেশি ছিল না। ডাউনটাউন ম্যাচ নিয়ে তাই আলাদাভাবে প্ল্যান করেছিলেন লাল-হলুদ হেডস্যার। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও গোল মিসের বহর দেখা যায়। নাহলে ম্যাচ শুরুর ১৫ মিনিটে অন্তত ১-০ গোলে এগোতে পারত ইস্টবেঙ্গল।
অ্যাটাকিং ফুটবল খেলতে খেলতেই ২৩ মিনিটে ফ্রি-কিক পায় লাল-হলুদ। সেখান থেকে অনবদ্য গোল করেন মাদি তালাল। প্রথম ম্যাচে প্রথম অ্যাসিস্ট করেছিলেন এই জার্সিতে, আর আজকের ম্যাচে গোলও পেয়ে গেলেন তিনি। তবে তাঁর করা চোখ ধাঁধানো গোলের মর্যাদা বেশিক্ষণ রাখতে পারেনি ডিফেন্ডাররা। অল্প সময়ের মধ্যেই ১-১ করে ফেলে ডাউনটাউন এফসি। এক্ষেত্রে অবশ্যই লাল-হলুদ ডিফেন্সের ভুল ছিল।
কাশ্মীরের দলটিও গোল করার পর বড় ভুল করে ফেলে। তাঁদের গোল বক্সে ফাউল করা হয় পিভি বিষ্ণুকে। তাতেই পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় গোল করতে ভুল করেননি সাউল ক্রেসপো। ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দুই দলই অনেকগুলি গোলের সুযোগ পেয়েছিল তবে তা তাঁরা মিস করে। এক্ষেত্রে বলা যায় ইস্টবেঙ্গল অন্তত ২টি নিশ্চিত গোল মিস করেছে। ডার্বির আগে এই গোল মিসের বহর চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই দখলে ছিল লাল-হলুদের। তবে গোল কিছুতেই আসছিল না। মাঝে মহেশ, ডেভিড সকলকে তুলে নেন কুয়াদ্রাত। পরিবর্ত হিসেবে মাঠে নামা আজাদ আজ আলাদা নজর কেড়েছেন বলতেই হয়। একসঙ্গে ৪ জনকে কাটিয়ে প্রায় আরও একটা গোলের দরজা খুলে দিচ্ছিলেন দলের জন্য। তবে শেষের দিকে হিজাজি মাহেরের গোল মিসটা চোখে দেখা যায় না।
সমর্থকরাও যখন ভেবেছিলেন ২-১ জিতছে দল ঠিক তখনই ডিফেন্সে ভুল করে ফেলে প্রতিপক্ষ। যার সুযোগ দিয়ে দারুণ গোল করে যান জেসিন টিকে। ম্যাচ শেষ হয় ৩-১ স্কোরে। এই ম্যাচে আবার দু'দফায় ঝামেলায় জড়িয়ে পড়েন ফুটবলাররা। তাতে একাধিক হলুদ কার্ড দেখানো হয়। ডাউনটাউনের এক ফুটবলার রেড কার্ডও দেখেন। তবে সব ভুলে এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ ডুরান্ড ডার্বি জেতা। তার আগে অবশ্য এএফসি কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ রয়েছে।