শেষ আপডেট: 14th September 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: হতাশা দিয়ে আগের আইএসএল অভিযান শেষ করেছিল ইস্টবেঙ্গল। হতাশা দিয়েই এবারের শুরুটা করল। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেছে কোচ বদলের।
ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল বেঙ্গালুরুর। পরপর আক্রমণে উঠে আসে তাঁরা। লাল-হলুদ ব্রিগেড যেন খেলার গতিটাই ধরতে পারছিল না। যদিও গতির বিরুদ্ধে গিয়ে জেকশন একটি শট নিয়েছিলেন বটে, তবে দুরন্ত সেভ দেন গুরপ্রীত। এই ঘটনার কিছু পরেই বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত শটে গোল করেন বিনিথ। বেঙ্গালুরুর হয়ে আইএসএল অভিষেকে গোল করলেন তিনি।
মোহনবাগান তাঁদের প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করেছে। যদিও তাঁরা ড্র করে এক পয়েন্ট পেয়েছে। তাই লাল হলুদ সমর্থকরা যে হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশাই তাঁদের আবার ঘিরে ধরতে শুরু করেছে। এবারও কি ভাল কিছু হবে না, প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লেখালেখি চালু হয়েছে। এই কোচ দিয়ে আর হবে না বলতে শুরু করেছেন অনেকেই। তাদের যুক্তি, গত কয়েক মরশুমের থেকে এই মরশুমের টিম ভাল। তারকা সব সাইনিং হয়েছে। তাও ফল কিছুই হচ্ছে না! হয় টিম হারছে না হয় ড্র। ডুরান্ড কাপের দুটো জয়ও কিছুই লাভ দেয়নি। সমর্থকরা আর ধৈর্য ধরতে নারাজ। তাই কোচ বদল নিয়ে কবে আবার সরব হওয়া শুরু হবে এটাই দেখার অপেক্ষা।