Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
East Bengal Team for Next Season

ইস্টবেঙ্গলও এবার বিগ বাজেটের দল গড়বে, বৃহস্পতিবার সভা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে

গত কয়েকবছর ধরেই দেখা গিয়েছে, মোহনবাগানের থেকে দলগঠনেও পিছিয়ে রয়েছে লাল হলুদ দল। ক্লাব কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে সমন্বয়ের অভাবই দলগঠনে প্রভাব ফেলেছে।

ইস্টবেঙ্গলও এবার বিগ বাজেটের দল গড়বে, বৃহস্পতিবার সভা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে

শেষ আপডেট: 6 May 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে টানা ব্যর্থতা চলছে ইস্টবেঙ্গলে। এবার তারা ২২ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় নয়ে শেষ করেছে। মাত্র ছ’টি ম্যাচে জিতেছে, হেরেছে দশটি ম্যাচে। বাকি ছ’টি ম্যাচে ড্র হয়েছে। আচমকা ভাল শুরু করেও ছন্দপতন ঘটেছে কার্লোস কুয়াদ্রাতের দলের।

গত কয়েকবছর ধরেই দেখা গিয়েছে, মোহনবাগানের থেকে দলগঠনেও পিছিয়ে রয়েছে লাল হলুদ দল। ক্লাব কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে সমন্বয়ের অভাবই দলগঠনে প্রভাব ফেলেছে। এমনকী ক্লাবের যারা রিক্রুটার, তাঁরাও দেরি করে বাজারে নামায় স্থানীয় তারকারা আগেই অন্য ক্লাবে সই করে নিয়েছেন।

এবারও কি পরিস্থিতি তাই হবে? সেই নিয়ে ক্লাবে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। বৃহস্পতিবার রুবি মোড়ের সামনে ইমামি অফিসে দুপুরে বৈঠক রয়েছে। সেই সভায় ঠিক হবে কাদের জন্য ঝাঁপানো হবে দলগঠনের ক্ষেত্রে। দলে ছয় বিদেশির মধ্যে তিনজনকে রাখা হবে, সেই তালিকায় রয়েছে হিজাজি মাহের, সাউল ক্রেসপো ও ক্লেটন সিলভাকে। বাদ যাবেন আলেকজান্ডার প্যানটিচ, যিনি রক্ষণে খেলতেন। পাঞ্জাব এফসি-র তারকা মাদিহ তালালকে দলে নেওয়া হয়েছে। কেরলের গ্রিক তারকা দিমিত্রিয়সকে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়নি ক্লাব।

কোচ কুয়াদ্রাতের তালিকা মেনেই দলগঠন হচ্ছে। মোহনবাগানের দিমিত্রির সঙ্গে কথা বলার ইচ্ছেপ্রকাশ করা হলেও অস্ট্রেলীয় তারকা ক্লাব ছাড়তে নারাজ। তিনি বলেছেন, ইস্টবেঙ্গল ব্ল্যাঙ্ক চেক দিলেও আমি মোহনবাগান ছাড়ব না। কারণ এই ক্লাবের সমসর্থকদের ভালবাসা আমাকে শক্তি দেয়।

ইস্টবেঙ্গল সুপার কাপ জয়ের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু টুর্নামেন্ট খেলবে। সেই কারণেই তারকা সমৃদ্ধ দল গড়তে চাইছে। বাগানের বাতিল তারকাদেরও টার্গেট করা হতে পারে। এমনকী রয় কৃষ্ণের দিকেও হাত বাড়াবে লাল হলুদ দল। শোনা গিয়েছে,  বিনিয়োগকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ কোনও সমস্যা হবে না। কোচ ও কর্তারা যে দল দেবে, তারা সেইমতো দলগঠনের অর্থ দেবে ক্লাবকে। 


ভিডিও স্টোরি